লৌহজং প্রতিনিধি
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার দিনব্যাপী মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত এ উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ওসমান গণি তালুকদার। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল এর সভাপতিত্বে এবং উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দারের এর সঞ্চালনায় এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো.মোজ্জামেল হক, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, লৌহজং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মো.শরিফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ফরিদুল ইসলাম, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান কর্মকর্তা ডাঃ নাজমূস সালেহীন প্রমূখ।
প্রদর্শনীতে ৪৩টি স্টলে উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কুকুর, বিড়াল, খরগোশ, বিভিন্ন জাতের সৌখিন পাখি ও গবাদিপশু, হাঁস-মুরগির উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ ও পশু খাদ্য এবং পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত পণ্য যেমন- মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ও পনির প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে খামারিদেও মাঝে বিনামূল্যে পশুর চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।
মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রানিসম্পদ পৃষ্ঠপোষকতায় বাস্তবায়নাধীন সর্ববৃহৎ প্রকল্প প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প- এই প্রকল্পের সামগ্রিক লক্ষ্য প্রানিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও প্রতিকূল পরিবেশ মোকাবেলা সক্ষমতা সৃষ্টি, জনগনের উন্নত জাতের গবাদি পশু হাস-মুরগী প্রর্দশন করা, বিজ্ঞান ভিত্তিক লালন পালন পালন কৌশল অবহিত করা। উন্নত জাতের পশু পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান এবং সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
উল্লেখ্য প্রদর্শনীতে বিশেষ আকর্ষন হিসেবে ৪০ লিটার দুধের গাভী, ১৫০০ কেজি ওজনের ষাড়, ১০০ কেজি ওজনের পাঠা ও দৃষ্টি ছিল নজর কাড়ার মত। এছাড়া প্রদর্শনী ফার্ম মালিকদের বিভিন্ন ভাবে পুরুস্ককৃত করা হয়েছে।