আজ শনিবার (জানুয়ারী ২৮) বিকাল ৫ ঘটিকায় রেডিও বিক্রমপুর পরিদর্শন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটটের মহাপরিচালক শাহিন ইসলাম, এনডিসি (অতিরিক্ত সচিব)। এ সময়ে তার সাথে ছিলেন মো: নজরুল ইসলাম, পরিচালক ( প্রশিক্ষণ প্রকৌশল), নাহিদ নাজ, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক (সংযুক্তিতে কর্মরত), মোহা: আব্দুস সালাম, প্রোগ্রামার, মো: মাসুদ মনোয়ার ভূঁইয়া, উপ-পরিচালক (ক্যামেরা ও আলোকসম্পাত), মো. ফাইম সিদ্দিকী, গবেষণা কর্মকর্তা (বেতার, টিভি, চল. ও গণ.) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। রেডিও বিক্রমপুরের স্টেশন ম্যানেজার আওলাদ হোসেন খান (শিবলী) তাদের স্বাগত জানান। ব্রডকাস্টার সুমাইয়া ও অর্না অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন। অতপর তারা রেডিও বিক্রমপুরের প্রডিউসার, সাংবাদিক, প্রেজেন্টারদের সাথে মতবিনিময় করেন। এই সময়ে তারা রেডিও বিক্রমপুরের নিউজ রুমের কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তব্যরত সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও কর্মকর্তাগণ রেডিও বিক্রমপুরের অন এয়ার রুমের কার্যক্রম ঘুরে দেখেন এবং একটি লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তারা রেডিও বিক্রমপুরের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
রেডিও বিক্রমপুর পরিদর্শনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটটের মহাপরিচালক শাহিন ইসলাম
Www.munshiganjcrime.com
Www.munshiganjcrime.com