মোঃ রুবেল
২০ দিন যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রোকন বাবুল শেখের ভাতের হোটেল তালাবদ্ব করে রেখেছে এলাকার সন্ত্রসীরা। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের বল্লাল বাড়ী গ্রামের বাসিন্দা বৃদ্ধ বাবুল শেখের সাথে এ বিষয় থানায় সাধারণ ডাইরি করলেও কোন ব্যবস্থা নেই নি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভুক্তিবগী বাবুল শেখ জানান এলাকার কিছু লোকের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিলো এ নিয়ে নিম্ন আদালতে একটি রায় হলে জজ কোর্ট আপিল করা হয়। আদালতে বিচারাধীন থাকা অবস্থায় এহেন আচারনে গোটা এলাকাবাসী হতবম্ব।সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়। বাবুল শেখের ভাতের হোটেল তালাবদ্ব করে রেখেছে বাহিরে সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। বাবুল শেখ জানান। মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লাল বাড়ী গ্রামের সালাউদ্দিন শেখের ছেলে মো: রনি শেখ,(৩৫) রিপন শেখের ছেলে মো: ছাব্বির শেখ(২২)আশোক আলী দেওয়ানের ছেলে আবুল হোসেন (৩৫)মৃত্যু রেনু ব্যাপারীর ছেলে মোহাম্মদ মিলন শেখ (৫০)সহ আরো এলাকার কিছু সন্ত্রাসী মিলে দীর্ঘদিন যাবত আমাকে ভয়-ভীতি এবং হত্যার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ৩ ই ফেব্রুয়ারি সন্দ্বা ৭ টায় দেশীও অস্ত্র সহ ১৫- ২০.সন্ত্রাসী এসে
আমার বসতবাড়ির সাথে আমার একমাত্র আয়ের উৎস ছোট একটি খাবার হোটেল তালাবদ্ধ করে দিয়ে যায় এবং জানিয়ে যায় তালা খুললে তাকে হত্যা করা হবে এ ব্যপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানায় গিয়ে যোগাযোগ করলে একটি সাধারন ডাইরী করার পরামর্শ দেন সে মতে আমি মুন্সীগঞ্জ সদর থানায় গত ০৩/০২/২৫ ইং ২০২ নং একটি সাধারণ ডায়েরি করি এবং সদর থানার এস আই কাজী জাকারিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসআই জাকারিয়ার সাথে অনেক যোগাযোগের পরে ঘটনাস্থল পরিদর্শন করে আসেন এবং সকল ঘটনার সততা স্বীকার করেন কিন্তু আজও পর্যন্ত কোন প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হয়নি। থানায় জিডি করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে বারবার তারা ভাতের হোটেলে হামলা করার জন্য আসেন এবং তাকে মৃত্যুর হুমকি দেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বলেন বিষয়টি জমি সংক্রান্ত এবং আদালতে বিচারাধীন তাই আমাদের কিছু করার নাই আদালতের নির্দেশ অনুসারে ব্যবস্থা নিব।.অভিযুক্ত রনি শেখ কে ফোন করলে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।