ম্যানেজিং কমিটির নির্বাচনে ১০ গুণ দামে মনোনয়নপত্র বিক্রি

Spread the love

স্টাফ রিপোর্টার:

প্রকৃতি ও পরিবেশ বিপর্যয় ঝুঁকি নিরসন এবং জলবায়ু সংকট উত্তরণসহ অভিযোজন কৌশল প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রাখুন।ম্যানেজিং কমিটির নির্বাচনে ১০ গুণ দামে মনোনয়নপত্র বিক্রি

গজারিয়ায় বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ১০ গুণ বেশি টাকায় মনোনয়নপত্র বিক্রির অভিযোগ উঠেছে। এতে তীব্র অসন্তোষ বিরাজ করছে অভিভাবক শ্রেণির সদস্য পদের প্রার্থীদের মধ্যে।

জানা যায়, ১০ মে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অভিভাবক শ্রেণির সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সংরক্ষিত অভিভাবক শ্রেণির সদস্য পদে শুধু একজন মনোনয়নপত্র কেনেন। খবর নিয়ে জানা যায়, ১০ হাজার টাকা করে মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। টাকার পরিমাণ অনেক বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও মনোনয়নপত্র কিনতে পারেননি অনেকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে থেকে সবশেষ প্রকাশিত গেজেটের ২৩(২) ধারা অনুযায়ী ম্যানেজিং কমিটির সদস্য পদে সিটি করপোরেশন এলাকায় মনোনয়নপত্রের মূল্য ৩ হাজার টাকা, জেলা সদরের পৌরসভাভুক্ত এলাকায় ২ হাজার টাকা এবং অন্যান্য এলাকার জন্য মনোনয়নপত্রের মূল্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নির্বাচনে অংশগ্রহণকারী জাহাঙ্গীর আলম, আবুল কালাম এবং মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে ১০ হাজার টাকায় মনোনয়নপত্র কেনার বিষয়টি স্বীকার করেন তারা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সরদার আব্দুল কাইয়ুমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। প্রিসাইডিং অফিসার ও গজারিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, বেশি টাকায় মনোনয়নপত্র বিক্রির বিষয়টি আমার জানা নেই। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *