মোঃ মোক্তার মন্ডলের মায়ের লাশ দাফন নিয়ে রহস্যের দানা বাঁধছে এলাকায়

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মো: দেলোয়ার হোসেন লিপু
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলায় আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে প্রয়াত জালাল উদ্দিন মন্ডল এর ছেলে মোঃ মোক্তার মন্ডল দির্ঘদিন ঢাকা মিরপুর -১০ এলাকায় বসবাস করেছেন। ইতি পূর্বে পাইক পাড়া গ্রামের বাড়িতে পাকা ঘড়সহ একটি বসত বাড়ি কিনে সেখানে বসবাস করেছেন। গত ২৯/০৫/২০২৩ ইংরেজী বিকাল আনু মানিক ৫:২০ মিঃ টে শহর হতে পিকাপে করে একটি লাশ এনে তিন চার জন মিলে লাশটির দাফন করলে বিষয়টি নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়। এ বিষয়ে মুক্তার মন্ডলের কাছে জানতে চাইলে সে তার মায়ের লাশ যা ২৭/০২/২০১৫ইং পরলোক গমন কারির লাশ বলে দাবি করেন এলাকাবাসীর কাছে।

মৃত্যুর ঘটনার জেরধরে মুক্তার মন্ডলকে ওয়ার্ড মেম্বার উইপি চেয়ারম্যান সহ স্থানীয় মসজিদের ইমাম কে এবং এলাকার জনগন দের কেন লাশ দাফনে জানানো হলোনা এ জবাবে বলেন মেঘাচ্ছান্ন আকাশ মৃত দেহ বয়ে নিয়ে আসতে বিলম্বের কারণে কাউকেই বলা হয়নি। তবে ইউপি ৮ নং ওয়ার্ড মেম্বার সেলিম দপ্তরী ও পাসের ইউপি বেতকা বাজার জামে মসজিদের প্রাক্তন ইমাম ওমর কারী সাহেবকে জানানো হয় এবং লাশ দাফনে তাদেরকে আনা হয়। রিপোর্ট সংগ্রহে গেলে ইউপি চেয়ারম্যান আঃ রহিম বেপারী জানান, ঘটনার দুইদিন পরে এসে মুক্তার মন্ডল কে ঢাকায় মিরপুর কবরস্থানে লিখিত পারমিশন হয়ে থাকলে দেখাতে বলেন এবং ঐ খানের কর্তব্যরত মসজিদ কমেটির সভাপতি ও সেক্রেটারীর নাম্বার চাইলে সেক্রেটারী বাদশা মিয়ার মোবাইল নাম্বার দেন এবং তার সাথে কথা বলেন ইউপি চেয়ারম্যান। রিপোর্টার লিপু ও বাদশা মিয়া বলেন মুক্তার মন্ডল তার মায়ের লাশ গ্রমের বাড়িতে নিয়ে জাবার জন্য লিখিত পারমিশান চাইলে তা আমরা দিয়ে দেই এ বিষয়ে টংগীবাড়ি উপজেলা ওসি রাজিব সাহেবকে ফোনে জানাতে চাইলে সে বলেন তাকে কেহ জানায়নি। যদি কেহ অভিযোগ করে তাহলে অবশ্যই তদন্তে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এলাকার যুবকদের দাবি ওসি সাহেবকে জানানোর পরে ও আট বছর আগের লাশ কি ভাবে জলজ্যান্ত বডি থাকে। সম্পূর্ণ বিষয়টি নাটকিয় যা মুক্তার মন্ডল সাজিয়েছে। এলাকার সাধারণ জনগনের দাবী উপজেলা প্রসাসন লাশ উঠিয়ে ময়না তদন্ত শেষে যেন দাফন করে।

এলাকার যুবক সাজ্জাদ ও মসজিদে সামনে টেইলারের দোকানদার মহসিনের দাবি গত রাতে ওসি সাহেবকে ফোনে জানালে ওসি সাহেব ওদের কে বলেন কেহ যদি বাদি হয়ে জিডি করে তবে তদন্তকরে ব্যাবস্থা নেয়া হবে।

মোক্তার মন্ডল এর মা রেজিয়া খাতুন এর মৃত্যু হয় ২৭/২/২০২১৫ ইং ঢাকা মিরপুর এবং গ্রামের বাড়ি কাউকে না জানিয়ে তিন চার জন রাত নয়টার পর দাফন করেন ২৯/৪/২০২৩ইং তে গ্রামবাসি জানায় পিকাপে লাশ বহন কারী স্টাফ বলেন দুই তালাহতে লাশ নামান হয়। মৃত কে ঘিরেই রহস্য দান বাঁধছে এলাকায়।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •