মুন্সীগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো: মাহবুবুর রহমান

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় মুন্সীগঞ্জ আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান ২০২৪ খ্রি: সালে জাতীয় শিক্ষা সপ্তাহে মাদ্রাসা বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। তিনি গুণগত শিক্ষার উন্নয়নে এবং কর্মক্ষেত্রে শ্রম, মেধা, ও সৃজনশীলতার কারনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি ১৯৯৯ খ্রি: সালের ডিসেম্বর মাসে মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান পদে যোগদান করেন। তখন প্রতিষ্ঠানের জমির পরিমাণ ছিল ৪০ শতাংশ, শিক্ষক ছিলেন ৫ জন, ছাত্র ছিল ৪০ জন, শ্রেণি ছিল ৪র্থ শ্রেণি। প্রতিষ্ঠানটি ২০১৮-২০১৯ ও ২০২৩ খ্রি: সালে সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

যোগদানের পর হতে তিনি অত্যান্ত নিষ্ঠা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষা প্রশাসন ও ব্যব¯’াপনা বিষয়ে নায়েম, বি.এম.টি.টি আই ও তথ্য প্রযুক্তি বিষয়ে ব্যানবেইজ ও ঞ.ছ.ও এর ব্যবস্থাপনায় তিনি এ+ পেয়ে যোগ্যতার স্বাক্ষর রাখেন। প্রাতিষ্ঠানিক বার্ষিকী ম্যাগাজিন সহ বিভিন্ন সাময়ীকি প্রকাশনায় তার অবদান রয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে জমির পরিমাণ ১২৫ শতাংশ, শিক্ষক-কর্মচারী সংখ্যা ৩৫ জন এবং সরকারী ২টি ৩ তলা ভবন, ১ টি বেসরকারী ভবন ও ১ টি সরকারী ভবন প্রμিয়াধীন রয়েছে। ছাত্র-ছাত্রী প্রায় ৭০০ সাতশত জন। ২০২৪ খ্রি দাখিল পরীক্ষার্থী ১৩৪ জন, ২০২০ খ্রি: হতে প্রতিষ্ঠানটিতে সরকারীভাবে কারিগরি শাখা চালু রয়েছে।

তিনি ১ পূত্র ও ২ কন্যা সন্তানের জনক তার সহধর্মিণী অধ্যাপিক আনোয়ারা আক্তার, তার বড় মেয়ে শাহজাদী মেহজাবীন ২০২৩ খ্রি: সালে আলিম বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় সারাদেশে ৯ম স্থান অধিকার করে টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছেন।

প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ.বি. এম ফজলুর করীম ঢাকা বিশ^ বিদ্যালয়ের প্রাক্তন নির্বাচিত সিনেট সদস্য। তার যোগ্য নেতৃত্বে প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতি ফাযিল (ডিগ্রী) শ্রেণিতে পাঠদান চলছে। অধ্যক্ষ মো: মাহবুবুর রহমান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী সকলে অত্যন্ত খুশি তারা সকলে অধ্যক্ষ সাহেবের জন্য দোয়া ও মহান আল্লাহর নিকট রহমত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *