মুন্সীগঞ্জ শেখ কামাল বাংলাদেশ যুব গেমস আজ শেষ

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুল ইসলাম খান সভাপতিত্ব করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিছ, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো: আল জুনায়েদ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ফুটবল, কাবাড়ি, দাবা, সাঁতার, কারাতে, ব্যাডমিন্টন, কুস্তি বিভিন্ন ইভেন্টে জেলার ছয় উপজেলার প্রায় তিনশত প্রতিযোগি অংশ গ্রহণ করে। আজ ১০ জানুযারি শেষ হবে এই প্রতিযোগিতা। মঙ্গলবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ ইনডোর স্টেডিয়ামে সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •