স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর থানার পঞ্চসারে জোড়পুকুরপাড় গ্রামে ছিনতাই কারীদের কবলে সিএনজি উদ্ধারের ক্ষোভে গ্যারেজের মালিককে মারধর করে একদল চিহ্নিত ছিনতাইকারী সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৭টার সময় মোক্তারপুরের একটি গ্যারেজে। কিশোর গ্যাং লিডার সিমান্ত, সাকিব, রাজিব, সম্রাট, নাঈম ও আছানুল্লাহ এই হামলা করেছে বলে আহতরা অভিযোগ করেছেন। শুক্রবার (১৯ মে) বিকেলে সিএনজিনহ রোকন ড্রাইভার উদ্ধার হলে পুনরায় দু দফায় হামলা চালিয়ে মারধর করে একই চক্রটি। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলো গ্যারেজ মালিক রাজিব হোসেন, ড্রাইভার পাভেল ও রোকন।

ঘটনার বিবরণে জানা, যায় বৃহস্পতিবার রাতে একটি ড্রাইভারকে তার সিএনজিসহ ছিনতাই করলে সেই ছিনতাইয়ের কবল হতে সিএনজি উদ্ধার করাকে কেন্দ্র করে সিএনসি গ্যারেজ মালিক মোঃ রাজিব হোসেন (৩২ কে শুক্রবার রাতে মারধর করে এই চক্রটি। শুক্রবার রাত সাড়ে সাত টায় (১৯ মে) প্রথমে মারধর করে পরে আবার ড্রইভার পাভেল কে (২৬) একই দিন সাড়ে আটটায় মাথায় রামদা দিয়ে কোপ দিয়ে আহত করে। চিহ্নিত কিশোরগ্যাং সিমান্তসহ তার বাহিনী। কিশোর গ্যাং লিডার সিমান্ত কিছুদিন হয় ছিনতাই মামলায় গ্রেফতার হয়ে জেল হাজত থেকে জামিনে মুক্ত হয়েছেন। সাকিব স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার সাথেও জড়িত রয়েছে।
রাজিবকে পায়ে চাকু দিয়ে পায়ে পোচালে রাজিব রক্তাক্ত জখম হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসলে কিশোর গ্যাং লিডারসড় ছিনতাই কারীরা সটকে পরে। একঘন্টার মাঝে আরেক ড্রাইভার পাভেলকে এরোপাথারী চাকু দিয়ে কোপাতে থাকলে পাভেলের মাথায় একাধিক কোপের আঘাতে গুরুতর জখম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগ। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
বাবু মিয়া জানান, বৃহস্পতিবার রাতে সিএনজি সহ চরমুক্তারপুরের ড্রাইভার মোঃ রোকন (২৫) কে সিএনজি ছিনতাই করে চিহ্নিত ছিনতাইকারী পঞ্চসারের হাবিব মিয়ার পুত্র সিমান্ত (২২), দুর্গাবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার পুত্র সাকিব (২৭), জোড়পুকুরপার গওামের সম্রাট (৩৫), জোরপুকুরপার গ্রামের নাঈম (২৪), রাজিব হাসপাতালেও আহতদের হুমকি প্রদান করে এবং মুক্তারপুর গ্রামের আছানুল্লাহ (৪০)। রোকনকে সারা রাত মারপিট করার ফলে রোকনও শারিরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেছে ।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে সাংবাদিকদের সামনেই গ্যারেজ মালিক মোঃ রাজিব হোসেনকে হত্যার হুমকী দিয়ে চলে চলে যায় এই কিশোর গ্যাং সিমান্ত বাহিনী।
এ বিষয়ে সাকিব জানায়, আমি ছাত্রলীগ করি। আমি এই ঘটনার সাথে জড়িত নই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
এ বিষয় মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান আহতরা থানায় লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।