মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিলেকোঠায় কিশোরীকে ধর্ষনের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের দ্বিতল ভবনের সিঁড়ির চিলেকোঠায় পরিচ্ছন্নতা কর্মীর কিশোরী মেয়ে ধর্ষনের শিকার হয়েছে। মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাকিলের (২৪) বিরুদ্ধে ধর্ষনের এ অভিযোগ করেছে ধর্ষনের শিকার কিশোরী।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী কিশোরীর মা বাদী হয়ে ছাত্রলীগ নেতাকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছেন। এরআগে গেলো ৪ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ১ টার মধ্যে হাসপাতালের দ্বিতীয়তলার চিলেকোঠায় নিয়ে কিশোরীকে ধর্ষন করে ছাত্রলীগ নেতা শাকিল। সে শহরের খালইষ্ট এলাকার আফতাব প্লাজার একটি ফ্ল্যাটের বাসিন্দা শেখ হাবিবুরের ছেলে।

কিশোরীর মা জানান, ঘটনার রাতে হাসপাতালেই ছিলো তার কিশোরী মেয়েটি। ওই রাতে ছাত্রলীগ নেতা শাকিল ৪-৫ জন সহযোগী নিয়ে হাসপাতালের ভেতর অবস্থান করছিলো। তার চোখের আঁড়ালে মধ্যরাতের দিকে মেয়েকে জোরপূর্বক হাসপাতালের দ্বিতীয়তলার সিঁড়ির চিলেকোঠায় নিয়ে যায়। সেখানে প্রথমে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। এতে অস্বীকৃতি জানালে জোর করে ধর্ষন শেষে ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, কিশোরীকে ধর্ষনের ঘটনায় শাকিল নামে একজনকে আসামী করে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা জানিয়েছেন কিশোরী ধর্ষনের ঘটনায় মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদকের জড়িত থাকার কথা ইতোমধ্যে নজরে এসেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শহর ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম বলেন, যেহেতু হাসপাতালের ভেতর ধর্ষনের ঘটনা ঘটেছে, সেহেতু তার দায় এড়াতে পারি না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ওই ভবনের সিসি ক্যামেরা বন্ধ থাকায় আমাদের কাছে ভিডিও চিত্র নেই।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •