মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীকে চড়-থাপ্পার মেরে আহত করলেন চিকিৎসক!

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সুমন ইসলাম:

মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে ইউসুফ গাজী (৬০) নামে এক রোগীকে মারধর করে রক্তাক্ত আহত করেছে বলে অভিযোগ উঠেছে নাক কান গলা সার্জারি ডাক্তার ইমরান খানের বিরুদ্ধে। আজ মঙ্গরবার (৪ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে সদর জেনারেল হাসপাতালের দাঁয়িত্বরত চিকিৎসক ইমরান খানের ২০৭ নাম্বার কক্ষে অসুস্থ্য রোগীকে মারধরের এ ঘটনা ঘটে। অসুস্থ রোগীকে মারধরের এ ঘটনায় মুহুর্তে হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আহত রোগী ইউসুফ গাজীর বাড়ি শহরের দক্ষিণ ইসলামপুর গ্রামে।

জানা গেছে, সকালের দিকে ইউসুফ গাজীর নাক দিকে রক্তক্ষরণ হয়।এ কারণে সে ও তার স্ত্রী রিমা আক্তারকে নিয়ে মুন্সগিঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আসেন। টিকিট কেটে হাসপাতালের দোতলায় ২০৭ নাম্বার কক্ষে নাক কান গলা সার্জারি চিকিৎসক ইমরান খানের কাছে যান।চিকিৎসক ইমরান খান তখন ইউসুফ গাজীর নাকে গজ ঢুকিয়ে রক্ত বন্ধের চেষ্টার সময় ইউসুফ গাজী ব্যথা পেয়ে নড়ে চড়ে উঠেন।ওই সময় চিকিৎসক ইমরান খান রোগী ইউসুফ গাজীকে চড়-থাপ্পর ও মারধর করেন।

এদিকে রোগী ইউসুফ গাজীর স্ত্রী রিমা আক্তার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,আমার স্বামীর সকাল বেলা হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিলো।আমি আমার স্বামীকে নিয়ে ইমার্জেন্সিতে যাই। সেখান থেকে চিকিৎসকরা আমাকে দোতলায় ২০৭ নাম্বার কক্ষে পাঠান। সেখানে চিকিৎসার সময় আমার স্বামীকে হঠাৎ করে নাক কান গলার চিকিৎসক ইমরান খান চড় থাপ্পর ও মারধর করতে থাকেন।

প্রত্যক্ষদর্শী লিটন মোল্লা বলেন, ডাক্তাররা রোগীদের সেবা দেন, জীবন বাচাঁন। একজন ডাক্তার রোগীকে মারধর করবে,তা প্রত্যাশা করি না।এটি খুবই দুঃখজনক ।

এদিকে এ ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ২০৭ নাম্বার কক্ষে দায়িত্বরত নাক কান গলা সার্জারি চিকিৎসক ইমরান খান এ ঘটনা অস্বীকার করে বলেন, রোগীর (ইউসুফ গাজীর) সাথে আমার কোনো এমন জাতীয় ঘটনা ঘটেনি। আমি তার প্রাথমিক রক্ত পড়া বন্ধ করার চেষ্টা করি। পরে তাকে ঢাকা গিয়ে চিকিৎসা নিতে বলেছি।তবে তিনি স্বীকার করেন, রোগীর সাথে তার সামান্য দস্তা দস্তির মতো হয়েছিলো।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাখাওয়াত হোসেন এ ঘটনার বিষয়ে জানান, এ বিষয়টি আমরা সিভিল সার্জনকে জানিয়েছি।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে আহত রোগী ইউসুফ গাজীর স্ত্রী রিমা বেগম মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:তারিকুজ্জামান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীকে মারধরের ঘটনার ব্যাপারে বলেন,অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •