মুন্সীগঞ্জে হেরোইন সেবনের দায়ে ১ বছরের কারাদন্ড

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে মাদক সেবনের দায়ে মাদকসেবীকে ১বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হলেন, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে রানা (৪০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা জানান, সোমবার গোপন সংবাদ পেয়ে হেরোইন সেবনরত অবস্থায় ৬ পুড়িয়া হেরোইনসহ ঐ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •