মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রামগোপালপুরে একটি বাই সাইকেল চুরি হয়। চুরি যাওয়া সাইকেলটি উদ্ধার হওয়ার পরে চোরদেরকে উপস্থিত করলে লিখনের নেতৃত্বে এই হামলা হয়। হামলায় ৪জন আহত হয়েছে। আহতরা হলো মো: সেলিম দেওয়ান (৩৮), চাচা সালাউদ্দিন (৪০)। সকলেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ১০টার সময়। এ বিষয়ে মো: সেলিম দেওয়ান (৩৮) ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৭জনকে আসামী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সাইকেলটি চুরি করে লিখন (৩৮) পিতা সাহাব উদ্দিন ও মেহেদী (২৬) পিতা মহিউদ্দিন। লিখন ও মেহেদী পূর্ব থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে অভিযোগ পাওয়া গেছে। মাদক বিক্রির মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকায় দুইজনে মিলে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত মোঃ সেলিম দেওয়ান (৩৮) জানান, মিরকাদিমের দক্ষিণ রামগোপালপুরের লিখন (৩৮), বরকত উল্লাহ (৪০), মেহেদী (২৬), নাদিম (৩৫), আসিফ (২৬), শ্যামল (৪৫), দেলোয়ার মুন্সী (৪২) সহ অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভাতিজা শান্ত এর একটি বাইকেল, যাহার মূল্য অনুমান: ১০,০০০/- টাকা গত ইং ২১-০৮-২০২৩ তারিখ দিবাগত রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমার বসত বাড়ীর দক্ষিণ পাশে গোয়াল ঘরে রাখিয়া ঘুমিয়ে যায়। পরদিন সকালে সাইকেলটি গোয়াল ঘর থেকে আনার জন্য গোয়াল ঘর থেকে সাইকেল নিয়ে বাহিরে যাওয়ার জন্য গেলে বাইসাইকেলটি পাওয়া যায় নাই। তখন আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করি। খোঁজাখুজি করার এক পর্যায়ে ইং ২৫-০৮-২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় আমার ভাতিজা শান্ত মুন্সীগঞ্জ থানাধীন গোয়ালঘুন্নি গোরস্থান সংলগ্ন ৭নং বিবাদীর সাইকেলের গ্যারেজে দেখতে পেয়ে ৭নং বিবাদীকে উক্ত সাইকেলটি কোথায় থেকে ক্রয় করেছে মর্মে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৭নং বিবাদী ১ ও ৩নং বিবাদীদ্বয়ের ছবি দেখিয়ে বলে যে, ১ ও ৩নং বিবাদীদ্বয়ের নিকট থেকে সাইকেলটি ক্রয় করা হয়েছে। পরবর্তীতে আমি একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ রামগোপালপুর সাকিনস্থ ১ ও ৩নং বিবাদীদ্বয়কে পেয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে বিবাদীছয় ক্ষিপ্ত হইয়া অন্যান্য বিবাদীদেরকে ফোন করে এনে আমাদের উপর হামলা করে।
তিনি আরো জানান, বিবাদীদের কবল থেকে বাচার জন্য তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ প্রাণ নাশের হুমকী প্রদান করে চলে যায়। আহত অবস্থায় আমি ও প্রতিবেশী চাচা সালাউদ্দিন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করি।
১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল জানান, দুইজনের বিরুদ্ধে কোন অভিযোগ দেয়নি কেউ। যদি লিখিত বা মৌখিক অভিযোগ দেয় তবে পুলিশের সহযোগিতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।