মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শিলা আক্তার (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীসহ তার পরিবার সন্ত্রাসীদের হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৭ জুন বেলা সোয়া দশটার দিকে নিজের শিক্ষা প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রাক-নির্বাচনী (ইংরেজী ১ম পত্র) পরীক্ষা চলাকালে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী টগর মোল্লা তার বাহিনী নিয়ে পরীক্ষার হলের ভেতর প্রবেশ করে শিলা আক্তারকে টেনে হেচড়ে তৃতীয় তলা থেকে নীচে নামিয়ে আনার চেষ্টা করে। ওই সময় শিক্ষার্থী শিলা আক্তারের আর্তচিৎকারে বিদ্যালয়ের শিক্ষককেরা ছুঁটে এসে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে।
এদিকে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় শিক্ষার্থী শিলা আক্তারের ফুফু ফাতেমা বেগম অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী টগর মোল্লাকে আটক করতে পারেনি।অন্যদিকে সন্ত্রাসীদের এমন ভীতিকর কর্মকান্ডে চরম নিরাপত্তাহীনতায় ও দুশ্চিন্তায় দিন যাপন করছেন দশম শ্রেণীর শিক্ষার্থী শিলা আক্তারসহ তার পরিবার।
জানা গেছে,টঙ্গীবাড়ি উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মামুন মোল্লার মেয়ে শিলা আক্তার। পাশ্ববর্তী সদর উপজেলার মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সে।
শিক্ষার্থী শিলা আক্তারের ফুফু ফাতেমা বেগম জানান, সেদিন স্কুলের ঘটনার পরেও সন্ত্রাসী টগর মোল্লা তার দলবল নিয়ে আমাদের বাড়ির আশ পাশে মোটরসাইকেলে করে মহড়া দিচ্ছে।মানুষের কাছে আমাদের বিরুদ্ধে হুমকি দমকির বার্তা পাঠাচ্ছে।
শিক্ষার্থী শিলা আক্তার এ বিষয়ে বলেন, সেদিন স্কুলের ৩ তলা থেকে নীচে নামিয়ে ৪০ মিনিট আমাকে দাঁড় করিয়ে রেখেছিলো সন্ত্রাসী টগর মোল্লা। সেদিন আমি ভয়ে কান্না করছি। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ আমাকে কোনো সহযোগিতা করেনি। আমি এবং আমার পরিবার সন্ত্রাসী টগর মোল্লার ভয়ে বাড়ি থেকে রেরুতে পাচ্ছিনা।বাড়ির ২/৩ জন আমাকে স্কুলে নেওয়া আসা করছেন। আমার পরিবারও ভয়ে আছেন।আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জ মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদের মুঠোফোনে কল করে তাকে পাওয়া যায়নি।
এদিকে মুন্সীগঞ্জ সদর থানার এসআই মো: ইলিয়াস জানান,আমাদের থানায় শিক্ষার্থীর ফুফু ফাতিমা বেগম অভিযোগ করেছেন।ঘটনাটির তদন্ত চলছে। ।সন্ত্রাসী টগর মোল্লার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের পৃর্ব মাকহাটি গ্রামে। তার বিরুদ্ধে থানায় একাধীক মামলা রয়েছে। সে বন-জঙ্গলে পালিয়ে থাকে, এজন্য তাকে ধরতে সময় লাগছে।
মুন্সীগঞ্জে সন্ত্রাসী টগর মোল্লার ভয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীসহ তার পরিবার নিরাপত্তহীনতায় ভোগছেন!
Www.munshiganjcrime.com
Www.munshiganjcrime.com