মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জমিদার যদুনাথ রায়ের বাড়ির শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ পুনঃসংস্কারকৃত মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ মে) বেলা ১১ টার দিকে মন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মন্দিরের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
শ্রী শ্রী রাজা লক্ষ্মী-নারায়ণ জিউ ও দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুলাল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদ এলাহী, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধির দত্ত,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা পারভীন, রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী খান, ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহাদাৎ।
স্বাগত বক্তব্য রাখেন সুখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মন্দিরে প্রধান উপদেষ্টা স্বপন কুমার মোদক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বলরাম বাহাদুর।
আরো উপস্থিত ছিলেন জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক তপন রাজবংশী, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি স্মৃতি রাণী দাস, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রাধাবল্লভ দাস।