মুন্সীগঞ্জে মারামারি থামাতে গিয়ে প্রাণ গেলো প্রতিবেশীর

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই সহোদয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নিহত হয়েছেন আরব আলী (৬৫) নামের এক বৃদ্ধ। আরব আলীর দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রীর কান বয়ড়া। ছেলেরা বিদেশে। মেয়ে বর্তমান স্বামী বাড়ীতে। থানা পরিচালনা করার মতো আরব আলীর তেমন কেউ নেই বললেই চলে ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের পুরান ভাষানচর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকবর আলী পুরান ভাষানচর এলাকার মৃত নরম আলীর পুত্র।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে পুরান ভাষান চর এলাকায় মৃত বিল্লাত আলীর দুই পুত্র হক মিয়া (৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারামারি হয়। এ সময় প্রতিবেশী আরব আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমন বিষয় সিরাজদিখাঁন থানা অফিসার ইনচার্যের সরকারী মোবাইলে ফোন দিলে তার ফোনে এস আই আল আমিন হত্যার বিষয় অবগত আছেন তবে মামলা প্রক্রিয়াধিন আছে। ওসি সাহেবের একটু কাজে আছে বলেই ফোন কলটি ধরে সাংবাদিকদের মামলার বিষয় জানানো হয়।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •