মুন্সীগঞ্জে ভাড়াটিয়াদের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন আহত

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর থানা এলাকার রামপাল ইউনিয়নের পানাম জোড়ারদেউল মিয়াচাঁন এর ভাড়াটিয়াদের মাঝে ২৭শা আগষ্ট দুপুর ৩ ঘটিকায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে মারামারি সংগঠিত হলে উভয় ভাড়াটিয়ার তিনজন আহত হয়অ আহতের মাঝে একপক্ষের দুই জন গুরুতর আহত স্বামী-স্ত্রী মুন্সীগঞ্জ সদর হাসপাতালে অপর পক্ষ একজন প্রাইভেটে চিকিসাৎ নিয়েছেন বলে জানা যায় আহতরা হলেন মোঃ আলমের পুত্র মোঃ মামুন (৩০) তার স্ত্রী পাখী আক্তার (২০) এবং অপর পক্ষের আক্তারুল হকের স্ত্রী মনোয়ারা (৩৫) মাথায় আঘাত পেয়ে প্রাইভেট চিকিৎসা নিয়ে মামলা করার জন্যে সদর থানা বসে আছে ।মোঃ মামুনের বাড়ী বরিশাল এবং আক্তারুল হকের বাড়ী কুড়িগ্রাম ।

মোঃ মামুনের সাথে তার স্ত্রীর ঝগড়ার রেশ ধরে পাশ্বে ঘরের ভাড়াটিয়ার বাধাদানে এক পর্যায় হাতাহাতি পরে দা বটির মাঝে কুপা কুপিতে বরিশালের মামুনকে স্ত্রীসহ মাথায় কুপালে দুজনই একাধিক কুপে আহত হলে বিকাল ৪টা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মামুনের স্ত্রী পাখী আক্তার বলেন, আমরা স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্যায় কুড়িগ্রামের আক্তারুল হক ও তার স্ত্রী মনোয়ারা এবং আকলিমা বেগম(৩৫) ও তার স্বামী নুরে আলম মিলে দা, বটি হামলায় আমরা আহত হই । আশে পাশের লোকজন আমাদের হাসপাতালে এনে ভর্তি করায় ।

এ বিষয় আহত পাখী আক্তার ও তার বাবা নওশাদ বলেন , মামুনের ঘরে প্রায় সাতানব্বই হাজার টাকা ছিলো । তা নিয়ে যায় এবং একটি বাটম মোবাইল ছিলো ।এ বিষয় আহত পাখী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করা হয়েছে । অভিযুক্তরা হলো মোঃ নরে আলম (৩৮) পিতা, ছমির উদ্দিন, আকলিমা বেগম(৩০) স্বামী নরে আলম , মোঃ ইব্রাহিম (১৮) পিতা আক্তারুল হক, মনোয়ারা বেগম (৩৫) স্বামী আক্তারুল হক । বর্স সাং বিশ্বেস্বর পোঃ খলিলগঞ্জ ,কুড়িগ্রাম । বর্তমান অবস্থান রামপাল জোড়ার দেউল মিয়া চান শেখের ভাড়াটিয়া।

এ বিষয় মুন্সীগঞ্জ সদর থানা ডিউটি অফিসার এস আই ফাইজুর বলেন ,একপক্ষ একটি মারা মারির অভিযোগ দিয়ে গেছেন বলে জানান।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •