মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তীব্র তাপদাহে মুন্সীগঞ্জে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে। মঙ্গলবার (১ মে) জেলা শহরের সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিতরণ করে।
শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপনের উদ্যোগে চলমান তীব্র তাপদাহে শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাই বিতরণ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আতাউর হোসেন বাবুল, মো. গোলজার হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও শহর যুবদলের আহবায়ক এনামুল হক, জেলা শ্রমীক দলের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহামেদ এবং শহর বিএনপির নেতৃবৃন্দ সহ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।