মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পৃর্বশত্রæতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক প্রতিবন্ধীর স্ত্রীকে লোহার শাবাল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতের নাম লাকী আক্তার (২৭)।গুরুত্বর আহত লাকী আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (৪ জুন) সকাল ৭টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,সম্পত্তির বিরোধ নিয়ে স্থানীয় কাউসার বেপারী ও স্ত্রী সোনিয়া বেগমের সাথে প্রতিবন্ধী মো: রাজন বেপারীর স্ত্রী লাকি আক্তারের বাক-বিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে কাউসার বেপারী ছুটে গিয়ে ঘর থেকে লোহার শাবাল এনে লাকী আক্তারকে বেধড়ক পিটিয়ে গুরুত্বর জখম করে। তার আগে কাউসার বেপারী লাকী আক্তারের শরীরের কাপড় ছিঁড়ে তাকে টেনে হেচড়ে লাঞ্চিত করে।এদিকে এ ঘটনার স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিবন্ধী স্বামী মো: রাজন বেপারীও আহত হয়।পরে এলাকার লোকজন আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
এ ঘটনায় আহত মো; রাজন বেপারী টঙ্গীবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।
মো: রাজন বেপারী জানান,আমরা যে বাড়িতে বসবাস করছি,ওই বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করার জন্য কাউসার বেপারী ও তার স্ত্রী সোনিয়া বেগম প্রতিনিয়ত আমাদের উপর মারধর ও অত্যাচার করে আসছে। আজও তারা আমার স্ত্রীকে লোহার শাবাল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে এবঙ মাথা ফাটিয়ে দিযেছে। এর আগেও গর্ভবতী থাকাকালিন অবস্থায় আমার স্ত্রীকে তারা মারধর করে আহত করে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজিব খান বলেন,এ ঘটনার অভিযোগ পেয়েছি।তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।