মুন্সীগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে বাড়িতে হামলা॥ ৩জন গুরুতর আহত

Spread the love

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ।

মুন্সীগঞ্জে পুর্ব বিরোধের জের ধরে বাড়িতে হামলা ও পরিকল্পিতভাবে হকিস্টিক, দা, রামাদা, চাইনিজ কুড়াল, লোহার রড সহ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া মোঃ আয়নাল হক (৩২), পিতা- আব্দুল গফুর, সাং-দক্ষিণ ইসলামপুর, ৮নং ওয়ার্ড মুন্সীগঞ্জ পৌরসভা, থানা ও জেলা-মুন্সীগঞ্জ বসত বাড়ীতে প্রবেশ করে উপর্যুপুরি কিলঘুষিতে দুই চোখ গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় ফয়সাল হোসেন (১৮) সামনে পেয়ে তাকেও এলোপাথারি মারধর ও কুপিয়ে জখম করে। ফয়সাল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে শনিবার বিকাল ৩.৩০টার সময়।

অভিযোগকারী বলেন, মোঃ সেলিম (২২), পিতা- আবদুল আলী, মোঃ শামীম (৩০), মোঃ নাছির (২৬), উভয় পিতা- মোঃ ইব্রাহীম, মোঃ জুম্মন (২৬), পিতা- মৃত জাহাঙ্গীর হোসেন, মোঃ ফারুক (৩০), পিতা- আব্দুল কাদির, আনোয়ার হোসেন (৪৫), পিতা- মৃত হোসেন মিয়া ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বাড়িতে প্রবেশ করে এই ঘটনাটি সংঘটিত করে।

শালারে আজকে জীবনের মত শেষ করিয়া দে বলেও ধারালো সুইচ গিয়ার দিয়া আইনালকে হত্যার উদ্দেশ্যে পেটে ঘাই মারে এতে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ভাই মোশাররফ হোসেন (৪০) কেও মারধর করে। ভাতিজা মোঃ ফয়সাল হোসেন (১৮), আমাদের বাড়ীতে আসার সময় বিবাদীর হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়া কোপ দিলে বাম চোখের ভ্রু এর উপর কপাল বরাবর লাগিয়া গুরুতর কাটা রুক্তাক্ত জখম হয়।

এসময় ফয়সালের ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসলে বিভিন্ন প্রকারের ভয়ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে দ্রত পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার রাতেই সদর থানায় আয়নাল হক বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে সদর থানার এস আই মো: নাজমুল হাসান বলেন, অভিযোগ হাতে পেয়েছি আসামীদের গ্রেফতারের চেষ্টা ছলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *