মুন্সীগঞ্জে পুলিশ ও ডাকাতদলের গুলি বিনিময়, ২ ডাকাত  গুলিবিদ্ধ

Spread the love

মোঃ রুবেল

মুন্সীগঞ্জ সদরের মেঘনায় আজ শনিবার বিকেলে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ২ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এসময় পুলিশ ৪ টি ককটেল, ১ রাউন্ড রাইফেলের গুলি, ১ টি চাইনিজ কুড়াল উদ্ধার ও একটি স্পিডবোট জব্দ করে পুলিশ। বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার কালীরচর গ্রামের মেঘনাবক্ষে সদর থানা পুলিশ ও মেঘনার নৌ-ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির বাহিনীর মধ্যে এ গুলিবিনিময় হয়।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনার নৌ-ডাকাত কানা জহির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে কালীরচর গ্রামের বাচ্চা মেম্বারের বাড়ি সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় পুলিশের টিম। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোটে করে পালাতে চেষ্টা করে কানা জহিরসহ ৫ জনের ডাকাতদল। এক পর্যায়ে মুখোমুখি অবস্থান হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাতরা। এসময় পাল্টা গুলি ছুড়ে পুলিশ।

 

সদর থানার ওসি বলেন, পুলিশের গুলিতে খুব সম্ভবত: কানা জহির ও তার সহযোগি মাসুদ গুলিবিদ্ধ হয়েছে। তবে পুলিশ পরবর্তীতে ডাকাত সদস্যদের ধরতে ধাওয়া করলেও তারা পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়ে। এক পর্যায়ে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়। পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *