মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার বিথি (৩০), মো. সেন্টু বেপারী (৪৪), মমিন হোসেন (২১) নামের ৩ জনকে আটক করা হয়েছে। গেলো মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাও সরকারি মহিলা কলেজের সামনে থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ফাতেমা আক্তার বিথীকে আটক করা হয়।
এর আগে জেলা গোয়েন্দা পুলিশের অপর এক অভিযানে একই তারিখ রাত পৌনে ১০টার দিকে পৌরসভার পশ্চিম দেওভোগ মামুন এর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সেন্টু বেপারী ও মমিন হোসেনকে আটক করা হয়েছে। আটককৃত ফাতেমা আক্তার বিথি পৌরসভার পূর্ব দেওভোগ এলাকার মৃত জিন্না মোল্লার মেয়ে। মো:সেন্টু বেপারী মধ্য কোটগাঁও এলাকার আবুল হায়াতের ছেলে। মমিন হোসেন একই এলাকার শাহজালাল বেপারীর ছেলে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ জানান, আটকৃত ৩ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা করে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।