মোঃ রুবেল
আজ শুক্রবার ২১শে ফেব্রæয়ারী ২০২৫ইং সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্রাচার্য্যরেবাগ গ্রামের দারুল উলুম বি-বাগ কওমী মাদরাসা ও এতিমখানার উদ্যোগে বীর মুক্তিযোদ্দা মরহুম আঃ জলিল ঢালী সাহেবের মাগফেরাত কামনায় মাদরাসা প্রাঙ্গনে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষুদ প্রদান করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন “ডাঃ মোহাম্মদ সুজন শরীফ” কৃতিসন্তান ভট্রাচার্য্যরে বাগ।
এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে প্রধান অতিথি হিসেবে রাখা হয় ‘ডাঃ মোঃ মঞ্জুরুল আলম’ সিভিল সার্জন মুন্সীগঞ্জ,বিশেষ অতিথি হিসেবে রাখা হয় জনাব ‘মোঃ মহিউদ্দিন’ সদস্য সচিব মুন্সীগঞ্জ জেলা বিএনপি, বিশেষ মেহমান ছিলেন জনাব ‘মাহবুবুর রহমান’ উপজেলা নির্বাহী অফিসার মুন্সীগঞ্জ সদর এবং জনাব ‘আ.জ.ম রুহুল কুদ্দুস’ আমীর মুন্সগঞ্জ জেলা জামায়েতে ইসলামী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
যে সকল বিশেষঙ্গ ডাক্তারগণ দিনব্যাপি চিকিৎসা সেবা দিয়েছেন তার মধ্যে
(*)“ডাঃ মোহাম্মদ সুজন শরীফ” ব্রেইন এন্ড মেরুদন্ড বিশেষঙ্গ ও সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(*)“সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন” মেডিসিন বিশেষঙ্গ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(*)“ডাঃ তৌহিদা নাজনীন” স্ত্রীরোগ,প্রসূতিবিদ্যা ও গাইনী ক্যান্সার বিশেষঙ্গ,কনসালটন্ট মহাখালী ক্যান্সার হাসপাতাল ঢাকা।
(*)“ডাঃ তারেক জামিল বাসেদ” গ্যাস্ট্রোলজি ও মেডিসিন বিশেষঙ্গ।
(*)“ডাঃ আসমা ফারুকী” স্ত্রীরোগ,প্রসুতিবিদ্যা ও গাইনীরোগ বিশেষঙ্গ।
(*)“ডাঃ আয়শা সিদ্দিকা” শিশু ও নবজাতক বিশেষঙ্গ।
এ বিষয়ে ডাঃ মোহাম্মদ সুজন শরীফ বলেন আমি নিয়মিত জনগনের চিকিৎসা ও আত¦সামাজিক কার্যক্রম চালিয়ে আসছি এবং প্রতিনিয়ত করে যাবো যাতে মুন্সীগঞ্জবাসীদের চিকিৎসা সেবায় ভোগান্তিতে না পড়তে হয় তাতে সর্বোচ্ছ চেস্টা করে যাবো। তিনি আরো বলেন মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে যথাসময়ে নিয়ম মাফিক এরকম সেবামূলক কার্যক্রম অভ্যহত করে যাবো এবং তিনি সকলের নিকট দোয়া ও ভালোবাসা ছেয়েছেন।
উক্ত চিকিৎসা সেবা কার্যের জন্যে এলাকাবাসী প্রত্যাকেই ডাঃ মোহাম্মদ সুজন শরীফ কে কৃতঙ্গতা জানিয়েছেন গণমাধ্যম কর্মীর নিকট।