মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান আকিবের (১৭) উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় শহরের খালইষ্ট এলাকার আহাদ ও মোল্লারচর এলাকার রোহানের বিরুদ্ধে থানায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা শহরের কাচারি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে আকিবের উপর হামলার প্রতিবাদ জানান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববনন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযোগ করে বলেন, গেল ২৫ এপ্রিল সন্ধ্যায় মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে গুরুতর ছুরিকাহত হন কলেজ শিক্ষার্থী আকিব।