স্টাফ রিপোর্টার:
সোমবার বিকেলে মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী শাহাদাত হোসাইন লস্করপুরি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ – গজারিয়া) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান (সুমন দেওয়ান)।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুন্সীগঞ্জ পৌরসভার সভাপতি মুফতী সানাউল্লাহ কাসেমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী ওমর ফারুক বিক্রমপুরীর সঞ্চালনায় এ সময় বিভিন্ন অঙ্গ সংগঠনের আলেম ওলামা ও নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মুফতী দেলোয়ার হোসেন সাকী তার বক্তব্যে মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন একমাত্র ইসলামী শাসনই দেশে শান্তি ফিরাতে পারে, মুক্তি দিতে পারে সব স্বৈরাচার থেকে। তিনি আরো বলেন মুমিনগণ করবেন আওয়ামলীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না একমাত্র ইসলামী দল, মুসলমান ইসলাম দিয়ে দেশ চালাবে।