মুন্সীগঞ্জে আগুনে ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল আধারা বকচরে শুক্রবার রাতে আগুনে একটি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর আগেই স্টেশনারি মালামালসহ সব পুড়ে যায়। দোকানটির মালিক মহসিন মল্লিক সর্বস্ব হারিয়ে দিশেহারা।

তিনি বলেন, ‘বিভিন্নভাবে ঋণ করে ২৫ লাখ টাকা নিয়ে এ ব্যবসা শুরু করেছি। আগুনে এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি। দোকানের আয় দিয়ে সংসার চলত।’

অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি। দোকানটিতে হার্ডওয়্যার, কসমেটিক্স, চাল, তেল, ইলেক্ট্রনিক্স পণ্য, ফ্রিজ, গ্যাসের চুলাসহ গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য ছিল। কালিরচর এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসতে পারেনি।

সূত্র : বাসস

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •