সুমন ইসলাম:
মুন্সীগঞ্জে এক সুতা ব্যবসায়ীর সম্পত্তির চারদিকে টিনের বেড়া লাগিয়ে জবর দখল করে ও ইট বালু ফেলে স্থাপনা নিমার্ণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালের দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকার সুতা ব্যবসায়ী হাজী মো: আমির হোসেনের ক্রয়কৃত সম্পত্তিতে এ ঘটনা ঘটে।এদিকে ওই ব্যবসায়ী এদিন দুপুরের দিকে সদর থানায় ভূমিদস্যুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রæত ঘটনাস্থলে তদন্তে গেলে ভূমিদস্যুরা পুলিশের সামনেই সম্পত্তির মালিক সুতা ব্যবসায়ী হাজী মো: আমির হোসেনকে গালমন্দ করে এবং মারধর করার জন্য উদ্দত হয় ও তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
স্থানীয়রা জানান,কোরবানী ঈদের আগে সুতা ব্যবসায়ীর জায়গার মধ্যে চারদিকে টিন ও বাঁশ দিয়ে বাউন্ডারি বেড়া দেয় কিছু লোকজন। ওই লোকজনরাই এ জায়গাতে ঘরবাড়ি নিমার্ণের জন্য আজ সকাল থেকে ট্রলি গাড়ী দিয়ে ইট-বালু এনে কাজ করছিলো। দুপুরের দিকে পুলিশ আসলে তারা পুলিশের উপস্থিতেই উত্তেজিত হয়ে সুতা ব্যবসায়ী হাজী মো: আমির হোসেনকে গালমন্দ করে ও মারধর করার জন্য উদ্দত হয়।
এদিকে সুতা ব্যবসায়ী ও সম্পত্তির মালিক হাজী মো: আমির হোসেন বলেন, মালিরপাথরের মৃত মো: আলম চান সরদারের সন্তান আরশাদের কাছ থেকে ২০০৩ সালে প্রথম সাড়ে ১৭ শতাংশ জায়গা ক্রয় করি। তারপর আরশাদের ছোট ভাই মো: টুটুলের কাছ থেকে দুই’বারে ৪ শতাংশ জায়গা ক্রয় করি। এরপর তৃতীয় দফায় তাদের বড় বোন সমমেহের কাছ থেকে সাড়ে ৭ শতাংশ সম্পত্তি ক্রয় করি আমি।তাদের কাছ থেকে আমার ক্রয়কৃত ২৮ শতাংশ সম্পত্তি পঞ্চসার মৌজার। মৃত মো: আলম চান সরদারের সন্তানদের কাছ থেকে পর্যায়ক্রমে সম্পত্তি ক্রয় করার পরে তারা আমাকে এই ২৮ শতাংশ সম্পত্তি সাফ কবলা দলিল মূল্যে দেন এবং সম্পত্তির দখল বুঝিয়ে দেন।
অপরদিকে সুতা ব্যবসায়ীর ছেলে আরাফত হোসেন রাজু বলেন,এ সম্পত্তি নিয়ে মুন্সীগঞ্জ যুগ্ন- জেলা জজ ১ম আদালতে একটি দেওয়ানী মোকাদ্দমা চলছে। মামলা নং-২০০/২০২১।কিন্তু আদালতে মামলা চলমান অবস্থায় থাকা সত্তে¡ও স্থানীয় ভূমিদস্যু মো: আব্দুল মতিন, মো: হোসেন, মো: সেলিম ও তাদের বোন রিনা বেগম ও মিনা বেগম ও রুনা বেগম গং আমাদের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করে সেখানে চারদিকে টিন ও বাঁশ দিয়ে বাউন্ডারি বেড়া দিয়েছে। ট্রলি গাড়ী দিয়ে ইট-বালু ফেলে সে জায়গায় ঘরবাড়ি নিমার্ণের কাজ করছে! আমরা বাঁধা দিলে আমাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে মুন্সীগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (এস,আই ) মো: সাচ্চু মিয়া এ ব্যাপারে বলেন, মুক্তারপুরের সুতা ব্যবসায়ী হাজী মো: আমির হোসেন আমাদের কাছে একটি অভিযোগ করেছেন, তার সম্পত্তি জবরদখল করে ইট-বালু দিয়ে ঘরবাড়ি নিমার্ণ করছে। পুলিশ সেখানে গিয়ে সেই কাজ বন্ধ করে দিয়েছে। যেহেতু জায়গা সম্পত্তির বিষয়ে বিরোধ, আদালতে মামলা চলছে, উভয় পক্ষকে আদালতের প্রতি সম্মান দেখাতে বলা হয়েছে।