সুমন ইসলাম:
মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় পৃর্ব শত্রুতাবশত দুষ্কৃতিকারীরা এক দারিদ্র সিএনজি চালকের সিএনজি গাড়ী আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতে (১৬ জুন ) মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীদের দেওয়া আগুনে পোড়ে যাওয়া সিএনজি গাড়ীটি বর্তমানে বিধ্বস্ত অবস্থায় ওই সিএনজি চালকের বাড়িতে রয়েছে। এদিকে সিএনজি পুড়িয়ে দেওয়ার ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো: আবু তাহের মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিএনজি চালক মো: আবু তাহের জানান, তার ছেলে মো: সাব্বির সারাদিন সিএনজি চালিয়ে শনিবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো বাড়ি ফিরে আমাদের ঘরের পাশে সিএনজি গাড়ীটি পার্কিং করে রাখে।আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে অনুমানিক আড়াইটার দিকে দুষ্কৃতিকারীরা সিএনজিতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়।
তিনি আরো জানান,আমাদের জীবন জীবিকার একমাত্র সম্বল এই সিএনজি গাড়ীটি।এই সিএনজি গাড়ীটি আমরা বাপ ছেলে পরিচিত একজনের কাছ থেকে ভাড়া নিয়ে চালিয়ে আসছি।সিএনজির অনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।ঈদের আনন্দের মধ্যে যারা আমাদের সিএনজি গাড়ীটিতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এই হতভাগা সিএনজি চালক।
এদিকে এই বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান,উত্তর ইসলামপুরে অগ্নিসংযোগ করে সিএনজি গাড়ী পোড়িয়ে দেওয়ার ঘটনা বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্রবস্থা গ্রহন করা হবে।