সুমন ইসলাম::
মুন্সীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লোকজন এক দিনমজুরও তার স্ত্রীকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতরা হলেন দিনমজুর মো: আমানউল্লাহ সরকার (৩০) ও তার স্ত্রী তানিয়া আক্তার মায়া (২৩)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৯ জুন) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এই মারধরের ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিপক্ষের লোকজন সম্পত্তির বিরোধ নিয়ে প্রতিনিয়ত দিনমজুর আমানউল্লাহ সরকারের বাড়িতে ময়লা আর্বজনা ফেলে রাখে। সোমবার দিন সকালেও তার বাড়িতে ময়লা আর্বজনা ফেলে রাখে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে প্রতিবাদ ও ময়লা আর্বজনার স্তুপে বেঁড়া দিতে গিয়ে প্রতিপক্ষের নুরুল হক, রুপালী বেগম, সিজান, সোহাগ ও জসিম ওই দিনমজুর আমানউল্লাহ সরকার এবং তার স্ত্রী তানিয়া আক্তারকে লোহার পাইপ দিয়ে বেদড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে।
এদিকে দিনমজুর আমানউল্লাহ সরকার বলেন,আমি খালে বিলে মাছ ধরে ও ক্ষেতে বদলি দিয়ে সংসার চালায়। আমার পৈত্রিক সম্পত্তি যতটুকু ভাগে পেয়েছি তাতে বসতঘর তোলে বসবাস করছি। কিন্তু আমার বড় ভাই ও তার স্ত্রী সন্তানরা আমার সম্পত্তি দখল নেওয়ার জন্য আমার বাড়িতে ময়লা আর্বজনা ফেলে রেখে অত্যাচার নির্যাতন করে আসছে। আমি তার প্রতিবাদ ও ময়লা ফেলে রাখার জায়গাতে বেঁড়া দিতে গেলে আমার বড় ভাই ও তার স্ত্রী সন্তানরা লোহার পাইপ দিয়ে আমাকে, আমার স্ত্রীকে পিটিয়ে ও মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।
স্থানীয় মো: রিফাত হোসেন জানান, বিয়ের পর থেকে আমার বোন তানিয়া ও বোন জামাই আমানউল্লাহকে তার বড় ভাই নুরুল হক,তার স্ত্রী রুপালী বেগম জায়গা সম্পত্তির দ্ব›দ্ব নিয়ে অত্যাচার নির্যাতন চালাচ্ছেন। সোমবারও তাদের দুজনকে লোহার পাইপ দিয়ে পিটিয়েছে,মারধর করেছে। আমরা এ অত্যাচারের সুষ্ঠ বিচার চাই।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিকুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।