রাহমান মনি : রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ সস্ত্রীক এবং দূতাবাসের কর্মকর্তাগন স্বপরিবারে প্রবাসীদের আয়োজিত সর্ব বৃহৎ এ আয়োজনে অংশ নেন । জাপানে মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটি জাপান’র যেকোন আয়োজন-ই প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সমর্থ হয় তার প্রধান এবং অন্যতম কারন হচ্ছে বিক্রমপুর বাসীর আতিথেয়তা, আন্তরিকতা এবং সব ধর্মালম্বীদের কথা মাথায় রেখে খাবার পরিবেশনে বৈচিত্র্যতা ।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ইফতার মাহফিল আয়োজন মানেই ভিন্নতা, আতিথেয়তায় ভরপুর এক ঘরোয়া আমেজ, সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহন, উৎসবমুখর ধর্মীয় আমেজ ।
প্রতিবছরের মতো এবারও মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটি জাপান’র ইফতার মাহফিলে সর্বস্তরের প্রবাসীদের ঢল নামে। টোকিওর অদূরে এবং রেল ষ্টেশন থেকে খানিকটা দূরে, এছাড়া একই দিনে একাধিক আয়োজন তো রয়েছেই । তারপরও প্রবাসীদের ঢল বন্ধ হয়নি।
প্রবাসীরা বিক্রমপুরবাসীদের আয়োজন থেকে মুখ ফিরিয়ে নেননি । প্রতি বছরের মতো এবারও ব্যাপক সাড়া দিয়েছেন বিভিন্ন আয়োজন স্থানে থাকা সত্যেও। বিক্রমপুর বাসীদের আপ্যায়নে আপ্যায়িত হয়েছেন ।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী মিডিয়া এবং বাংলাদেশ মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন । এছাড়াও স্থানীয় জাপানী নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরাও শরীক হন মুন্সিগঞ্জ–বিক্রমপুর সোসাইটি জাপান’র ইফতার মাহফিলে। একই সাথে মসজিদেও আয়োজন থাকায় ভিন্ন মাত্রা পায় ।
ইফতার মাহফিলে সভাপতি বাদল চাকলাদার এবং সাধারন সম্পাদক এমডি, এস,ইসলাম নান্নু সবাইকে স্বাগত জানান ।
কোরআন ও হাদিসের আলোকে দৈনন্দিন জীবনে রোজার মাহাত্ম্য গুরুত্ব এবং লাইলাতুল কদর-এর ফজিলত সম্পর্কে ইফতার পূর্ব ধর্মীয় বয়ান, দোয়া পরিচালনা এবং ইফতার পরবর্তী মাগরিব নামাজ পরিচালনা করেন কামাতা মসজিদ এর পেশ ইমাম হাবিবুর রাহমান ।