মুক্তিযোদ্ধার দোকানে ফের তালা দিলো ভূমিদস্যু রিপন

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের জামালদি স্ট্যান্ডের মুক্তিযোদ্ধার দোকানে পুন:রায় তালা ঝুলিয়ে দিয়েছে ভূমিদস্যুরা। সম্পত্তি অবৈধ দখলের উদ্দেশ্যে বুধবার (০৭ জুন) বিকালে স্থানীয় রিপনের নেতৃত্বে দোকানে তালা দেওয়া হয়। ইত্যিমধ্যে রিপন ও তার লোকজন থানা পুলিশের আশ্রয়ের অজুহাতে বৃদ্ধ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেছেন গজারিয়া থানায়। বৃহস্পতিবার (০৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধার দোকানে তালা ঝুলে রয়েছে।

যেখানে মুক্তিযোদ্ধা ৮০ বছরের বৃদ্ধ। সেখানে এই বৃদ্ধকে কোনঠাসা করার অসৎ উদ্দেশ্যে একের পর এক হেয় প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত একটি পক্ষ। এই সম্পদটি নিয়ে আদালতে রেকর্ড সংশোধনী ও বাটোয়ারা মামলা চলমান। যাহা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা নং (৩৮৬/২১)। এই মামলাটি অস্থায়ী নিষেধাজ্ঞা ছিলো, তার পরেও রিপন পেশিশক্তির মাধম্যে একাধিকবার দখলের চেষ্টা করেই চলছে ।

এর পূর্বেও ২৮ এপ্রিল ২০১৯ ইং সনে রোববার রিপনের নেতৃত্বেই তালা ঝুলানো হয়।স্থানিয় একটি পত্রিকায় নিউজ প্রকাশের আলোকে প্রশাসনের দৃষ্টি আসলে তালা ঝুলানোর পরে তৎসময়ের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশ সুপার এর হস্তক্ষেপে তালা খুলে দিয়ে মুক্তিযোদ্ধার দোকানটি বুঝিয়ে দেয়া হয়েছিলো।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক (৬২) জানান, গজারিয়া থানাধীন সি এস. ৩৭৫ নং ছয়আনী মৌজা, ৩৮৫ নং বড় বালুয়াকান্দি মৌজা এবং ৩৮০ নং ছোট বালুয়াকান্দি মৌজাস্থ নালিশী নিম্ন তপছিলভুক্ত সম্পত্তিতে পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিক হিসেবে প্রায় শত বছর ধরে ভোগ করে আসছেন। এখন আবার এই সম্পত্তি দখল করার পায়তারা করছে এই অসাধু চক্রটি। তালা দিয়েও তার বাহিনী এখনো দোকানের সামনে পাহারা দিচ্ছি কেউ তালা খুলে কিনা দেখার জন্য।

বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক জানান, সম্পত্তিটি রিপন অবৈধ দখলের পাঁয়তারা করছে। এ বিষয়ে সহকারি জজ আদালতে দেওয়ানী মামলা (৩৮৬/২১) করেছি। আদালত আমার কাগজপত্রাদি সঠিকভাবে যাচাই বাছাই করে আমার পক্ষে একটি রায় দেন। আদালত থেকে রায় পাওয়ার পরও বিবাদীগণের ভয়ে মালিকানাধীন সম্পত্তির ভোগ দখল করতে পারছি না।

এ বিষয়ে রিপানের সাথে যোগাযোগ করে কথা বলা হলে রিপন জানায় অভিযোগ করেছি আগামীকাল শুক্রবার বিকাল ০৪টায় থানাতে বসার কথা।অভিযোগ কোন দারোগা তদন্ত করছেন জানতে চাইলে রিপন বলেন ওসি সাহেব শালিস মিমাংসা করবেন।রিপনের কাছে জানতে চাওয়া হয় কি বারে মুক্তিযোদ্ধার দোকানে তালা দিয়েছেন এমন কথার পরিপেক্ষিতে রিপন মোবাইল ফোন সুইচ বন্ধ করে দেন।

এ বিষয় গজারিয়া থানার ওসি মোল্লা শোয়েব আলী জানান, কারো জায়গা বা দোকানের বিষয় থানায় বসার দিন তারিখ ও সময় আমি দেই নাই। হয়তো কোন এস আই দিনক্ষন দিয়ে থাকতে পারেন।

বর্তমান সময়ে মুক্তিযোদ্ধা বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন থাকা অবস্থায় একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে মিথ্যা মামলা, হামলা দিয়ে বার বার হয়রানি করে চলছে ভূমিদস্যুরা। এলাকার নিরিহ জনগনের ধারনা ভুমিদস্যুরা সবসময়ই জবরদখলে থাকে। ৮০ বছরের বৃদ্ধ লোককেও থানা হাজতের ভয় দেখিয়ে চলে।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •