মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনএনআরসি’র কারিগরি সহযোগিতায় রেডিও বিক্রমপুর ৯৯.২ এফ এম এ বাস্তবায়িত পেস প্রকল্পের আওতায় পেস ফেলো হিসাবে নির্বাচিত হয়েছিল সুমাইয়া আক্তার সাদিয়া। শনিবার (০৮ জুন) বিকালে ফেলোশিপের চেক হস্তান্তর করেন রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম এর স্টেশন ম্যানেজার, মোহাম্মদ আওলাদ হোসেন খান (শিবলী)। সুমায়াই আক্তার সাদিয়াকে তিন মাসের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও, অডিও ও নিউজ প্রোটালে নিউজ করার এসাইনমেন্ট দেয়া হয়। সাদিয়া তিন মাসের সকল কর্মসূচি সফলতার সাথে সমাপ্ত করেছে। সুমাইয়া আক্তার সাদিয়া মুন্সীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক, নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালামের বড় মেয়ে।
সে সফলতার সাথে তার কাজ সমাপ্ত করেছে ফলে যুবনারীদের ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক মিডিয়া ফেলোশিপের চেক পেল সুমাইয়া আক্তার সাদিয়া। মুন্সীগঞ্জ জেলার একমাত্র ইলেক্ট্রনিক মিডিয়া ও ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন, রেডিও বিক্রমপুর ৯৯.২ এফএম এর স্টেশন ম্যানেজার, মোহাম্মদ আওলাদ হোসেন খান (শিবলী) এর কাছ হতে চেক গ্রহন করছে সুমাইয়া আক্তার সাদিয়া।