Www.munshiganjcrime.com
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ-
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সদরামপুর ও কেয়টখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মাদকের নিরাপদ আখড়া।
অনুসন্ধানে পাওয়া যায়, রাত হলেই নব নির্মিত স্কুলের ছাদে, মাদক সেবীদের আনাগোনা। দিন যতো গড়াচ্ছে স্কুলের কিছু বিশেষ অংশে মাদক সেবীদের আনাগোনায় সন্ধ্যার পর স্কুলটি অনিরাপদ হয়ে উঠছে। মদক ব্যবসাদের টার্গেট স্কুল কলেজের ছাত্র, কিশোর, উঠতি বয়সী যুবক ও প্রবাসীদের সন্তান।
স্থানীয়রা জানান প্রতিটি পাড়া মহল্লায় রয়েছে মাদক একাধিক মাদক সেবী। ইউনিয়নের সদরামপুর ও কেয়টখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন মাদকের ওপেন স্পট।
স্থানীয়দের অভিযোগ ঢাকা থেকে এসে নিয়মিত মাদক বিক্রি করে। সিন্ডিকেটটি এতোটা বেপরোয়া তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে দল বল লেলিয়ে দেয়। এছাড়াও ষোলঘরে এলাকায় কয়েকজন বড় মাপের ডিলার রয়েছে বলে জানান এলাকাবাসী।এখানে রাত দিন সমানতালে মাদক বেচা বিক্রি চলে।
এ ব্যাপারে সদরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর বলেন, আমি কিছুই জানিনা। দপ্তরি কাছ থেকে যেনে বলতে পারবো।
কেয়াটখালী স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমি ঢাকা থাকি। আমি এসে কি পাহারা দিবো।
শ্রীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাছির উদ্দীন বলেন, আমি প্রধান শিক্ষক কে বলেছি, স্কুল সভাপতি ও স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে সমাধান করতে। এত যদি ভালো সমাধান না হয়। তাহলে তাদের কে ধরে আইনের হাতে তুলে দিবো।
Www.munshiganjcrime.com