মাঠের ধান নষ্টের প্রতিবাদ করায় চাচা ভাতিজাকে কুপিয়ে জখম॥

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

হুমায়ুন কবির ও রুবেল মিয়া
বুধবার (২৪ই মে) বিকাল ৫ঘটিকায় মুন্সীগঞ্জ সদর চরকেয়ার ইউনিয়নের বাঘাই কান্দি গ্রামে কৃষকের মাঠের ধান গরু দিয়ে নষ্ট করার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন চাচা-ভাতিজা। বাঘাই কান্দি গ্রামে চাচা ও ভাতিজাকে দা, ছোরা দিয়ে কুপিয়ে গুরতর জখম করেছে। দীর্ঘদিন ধরে আহত গিয়াসউদ্দিনের মাঠের ধান-পাট গরু দিয়ে নষ্ট করে আসছিলেন। এই বিষয়কে কেন্দ্র করে বাঁধা প্রদান করলে বুইন্না বেপারীর নেতৃত্বে ৮-১০ জনের একটি গ্রুপ পূর্ব পরিকল্পনা মোতাবেক গিয়াস উদ্দিনের উপর ও কবিরের উপর হামলা করে গুরুতর আহত করে। হামলায় গুরুতর আহত হলে মো: কবির হোসেন (৪০) পিতা আ: রব বেপারী, গিয়াস উদ্দিন (৬০) পিতা মৃত ফজল বেপারী কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

স্থানীয়রা জানিয়েছেন বাঘাইকান্দি গ্রামের রাজিব (৩০), বুইন্না (৫০) রাব্বি (২৪), কাজল (২২), কামরুল (২৫), ছানাউল্লাহ (৪০), মজিবুর (৩৫) এবং মাসুদুর রহমান (৩০) দীর্ঘদিন ধরে তাদের গরু দিয়ে গিয়াসউদ্দিন গংদের ফসল নষ্ট করে আসছিল। বিষয়টির প্রতিবাদ করলে অসহায় পরিবারটির উপর গুরুতর হামলা হয়। আহত কবিরের সারা শরীর ধারালো দা ও চাকুর কোপে রক্তাক্ত জখম হয়।

একাধিক ব্যক্তির কাছ হতে জানা যায়, এই চক্রটি মাদকের সাথেও জড়িত। নেশার ঘোরে এই অপরাধের সাথে জড়িয়ে পড়েছে এই চক্রটি।

এই বিষয় চরকেওয়ার ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য রাকিব হোসেন রকি বলেন আজকের এই হামলাটি একটি জঘন্যতম অপরাধ। এ বিষয় পুলিশের ভুমিকা নেয়া খুবই জরুরী। মাদকের বিষয় ওয়ার্ড সদস্য বলেন, আমার নেতৃত্বে মাদক শূন্য রাখার চেষ্টা চলছে। শাজাহান বেপারীর পুত্র রাজিবশহ সকল মাদক কারবারির প্রতি নজর দেয়া আছে বলে জানিয়েছেন। হাতেনাতে ধরারও চেষ্টা চলছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজামান জানান, এ বিষয়ে আমার কাছে কোন পক্ষই লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •