Www.munshiganjcrime.com
অনলাইন ডেস্ক:
প্রখ্যাত পাকিস্তানি বুজুর্গ আলেম মাওলানা ইহতিরামুল হক থানভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার জিও নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাওলানা ইহতিরামুল হক থানভী মাওলানা ইহতিশামুল হক থানভী রহ:-এর জ্যেষ্ঠ পুত্র। মাওলানা ইহতিশামুল হক থানভী রহ: উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আশরাফ আলি থানভী রহ:-এর ভাতিজা। সেই হিসেবে ইহতিরামুল হক মাওলানা আশরাফ আলি থানভী রহ:-এর নাতি।
সূত্র জানায়, মাওলানা ইহতিরামুল হক থানভী দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। বিগত ছয় মাস ধরে তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল।
মরহুমের ছেলে মুহতাশামুল হক জানান, তার বাবার জানাজা ও দাফন আমেরিকার ইটালিয়ানায় অনুষ্ঠিত হবে।
সূত্র : জিও নিউজ ও ডেইলি জং
Www.munshiganjcrime.com