আব্দুস সালাম, মুন্সীগঞ্জ
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রশিদ শিকারের বিরুদ্ধে বালু উত্তোলন ও প্রভাব খাটিয়ে ৫০টি পরিবারের চলাচলে বাধাঁ প্রদান করার অভিযোগে কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। মিথ্যা সংবাদের অভিযোগ এনে গত সোমবার সংবাদ সম্মেলনে অপর একজন চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের কাছে।
রশিদ শিকদারের এসব অভিযোগ ভুল তথ্য ও মিথ্যা দাবি করে মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকালে বিএম শোয়েব তাঁর দক্ষিণ হলদিয়া গ্রামের নিজ বাড়িতে পাল্টা সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি লিখিত বক্তব্য পাঠ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে বিএম শোয়েব বলেন, রশিদ শিকদার তাঁর (শোয়েব) জনপ্রিয়তা দেখে আবোলতাবোল বকছেন। স্থানীয় জনসাধারণ আমার সমর্থক হওয়ায় সেলিম দেওয়ান সরকারি রাস্তা দখল করে ইটের দেওয়াল তুলেছেন। পরে প্রশাসন সেখানে গিয়ে সেই দেয়াল ভেঙে দিয়েছে। এতেই প্রমাণিত হয়, সেলিম দেওয়ান অবৈধ কাজ করেছেন।
বিএম শোয়েব আরও জানান, রশিদ শিকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি এবার চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দলীয় নেতা-কর্মী তার পক্ষে কাজ করলে নেতাকর্মীদের আগামী কাউন্সিলে কাউকে পদ পদবি দেওয়ারও প্রলোভন দেখাচ্ছেন। রশিদ শিকদার অবৈধভাবে ডেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করে ঘর বাড়ি নামিয়ে দিয়েছে। এখনো তিনি কৃষি জমি ভরাট করছেন।
অপরদিকে গত সোমবার রশিদ শিকদার সংবাদ সম্মেলনে বলেন, সেলিম দেওয়ানকে টাকা-পয়সার লোভ দেখিয়ে হুমকি-ধামকি দিয়ে নিজের পক্ষে না আনতে পেরে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব এ নাটক সাজিয়েছেন। এ ছাড়া রশিদ শিকদার বিএম শোয়েবের বিরুদ্ধে মসজিদে টাকা দিয়ে সমর্থন বৃদ্ধির নানা অভিযোগ আনেন।
সেই পত্রিকাগুলোতে সংবাদে আবদুর রশিদ শিকদারের নাম আসায় গত সোমবার (২২ এপ্রিল) তিনি তাঁর মাইজগাঁও গ্রামে তার নিজ বাড়িতে প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে রশিদ শিকদার আরো বলেন, সেলিম দেওয়ান নিজের জায়গায় ইটের দেওয়াল তুলেছেন।