Www.munshiganjcrime.com
স্টাফ রিপোর্টার
কেমডর্ফ গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার মো: শামীম দেওয়ান গত ০২ জুন ২০০২৩ইং তারিখে উচ্চ পর্যায় ব্যবসায়িক কাজে ইউরোপে গমন করেন। ইতালী অবস্থানকালে তিনি ইতালীর বিভিন্ন ব্যবসায়ীক পার্টনারের সাথে টেক্সটাইল মেশিনারিজ, ক্যামিকেল বস্ত্র ইত্যাদি বিসয়ে এক আন্তর্জাতিক মেলায় অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন ব্যাবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। পরবর্তীতে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যঅন্ড ও জার্মানীতে অন্যান্য ব্যবসায়িক কাজ শেষ করে গত ২২ জুন ২০২৩ ইং তারিখে দেশে চলে এসে ঈদ-উল- আযহা সম্পন্ন করেন। এখানে উল্লেখ্য যে, কেমডর্ফ গ্রুপ বাংলাদেশে টেক্সটাইল ক্যামিকেল, মেশিনারিজ, বস্ত্র, প্লাষ্টিক এগ্রো ইত্যাদি সেক্টরে ২০১৫ সাল হতে ব্যবসা করে আসতেছে এবং উনি সকলের দোয়া প্রার্থী।
Www.munshiganjcrime.com