সুমন ইসলাম:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান সিকদারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে এবং বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন বাদল।
এ সময় সংবাদ সম্মেলনে, পৃর্ব শক্রতার জের ধরে বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব রোকনুজ্জামান সিকদার গত ১৮ আগষ্ট তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফ হোসেন বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
এ ঘটনায় টঙ্গীবাড়ি থানায় মামলা হলেও পুলিশ তাকে এখনো গ্রেফতার করেননি। আমরা দ্রæত ওই সন্ত্রাসী যুবদল নেতার গ্রেফতার দাবী করছি বলে বক্তব্য রাখেন, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:শওকত আলী খান মুক্তার,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক কেএম আসাদ্দুজ্জামান ইদ্রিস, বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো: এজাজউল্লাহ দুলাল, বেতকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন শেখ, মো: কামাল মোল্লা, মো: সেলিম বেপারি, মো: শাহ পরান খান, মো: মানিক খান, ও সুরাইয়া বেগম প্রমূখ।
প্রসঙ্গত,গত ১৮ আগষ্ট শুক্রবার চাঁদা না দেওয়ায় টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মারধর,ভাংচুরের করেন টঙ্গীবাড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান সিকদার। এ ঘটনায় দুদিন পরে টঙ্গীবাড়ি থানা পুলিশ মামলা গ্রহণ করেন।