বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত আমিনুল ইসলাম মোল্লা ও রামকৃষ্ণ স্যারের স্মরণে দোয়া

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মাসুদ রানা : মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত আমিনুল ইসলাম মোল্লা ও রামকৃষ্ণ স্যারের স্মরণে দোয়া ও গণভোজের আয়োজন করেছে ১৯৯৯ সালের ব্যাচের  বানিয়াল একতা ৯৯ কল্যাণ ট্রাস্ট সংগঠন। শুক্রবার বাদজুম্মা বিদ্যালয় সংলগ্ন মাদ্রাসা মসজিদে বিশেষ দোয়া ও গণভোজ অনুষ্ঠানে  প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেয়। উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া মিয়াজী, সহকারি শিক্ষক শামসুদ্দোহা আছিয়া বেগম, হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, মোঃ ওয়ালিউল্লাহ মিজি,এছাড়াও  বাংলাবাজার শিক্ষার্থী সংসদ মুন্সীগঞ্জের  প্রতিষ্ঠাতা এইচ আর শাহরিয়ার হাবীব, সাবেক ইউপি সদস্য বাবুল সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ । স্মরণসভায় আলোচনা অনুষ্টানে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ গভীর শ্রদ্ধার সাথে গুনি এই শিক্ষাবিদদের স্মরণ করে।  বানিয়াল একতা ৯৯ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ  মিলন মিয়াজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ টুটুল সরকারের পরিচালনায়  ও উপদেষ্টা শাহিন বেপারী, সাংগঠনিক সম্পাদক তারেক বেপারীসহ সকল সদস্যবৃন্দের   সার্বিক ব্যবস্থাপনায় উক্ত দোয়া ও গনভোজ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে এইচ আর শাহরিয়ার হাবীব জানান, প্রয়াত শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা করে মহতী আয়োজনটি বিষয়ে বলেন একক কোন ব্যাচ হিসেবে ১৯৯৯ ব্যাচই বানিয়াল উচ্চ বিদ্যালয়ে এই প্রথম। আয়োজক বানিয়াল একতা ৯৯ কল্যাণ ট্রাস্ট সংগঠনকে  ধন্যবাদ জানান। অগ্রজদের স্মরণ করে আগামীতেও এই মহৎ উদ্যোগগুলো বাস্তবায়নে অন্যরাও উৎসাহিত হবে। সামনের দিনগুলোতে আমরা প্রত্যেকটি ব্যাচ একযোগে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় বিদ্যাপীঠসহ বাংলাবাজার ইউনিয়নের প্রতিটি সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করবো। এসময় আরো বলেন,মোল্লাহ স্যার উদারতার প্রতিক ছিলেন অত্র বিদ্যালয়ে ইংরেজী বিষয় চর্চার প্রসারে স্যারের অবদান অনস্বীকার্য, স্বীকৃতি স্বরুপ ‘মোল্লা স্যার এ্যাওয়ার্ড’ চালুর একটি পরিকল্পনা রয়েছে। সংগঠনটির সভাপতি মোঃ মিলন মিয়াজী জানান, বানিয়াল উচ্চ বিদ্যালয় আমাদের আবেগপ্রবণ বিষয়, আমরা আমাদের শিক্ষক ও বর্তমান-প্রাক্তন সকল শিক্ষার্থী ভাই বোনদের নিয়ে এলাকার সামাজিক ও মানবিক ক্ষেত্রে কাজ করছি এবং মানুষের জন্য কাজ করবো।  সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ টুটুল সরকার জানান, বিদ্যালয় ভিত্তিক এটি অন্যতম কাজ আমাদের, সামনের দিনগুলোতে আমরা ব্যাপক কাজ করতে চাই, আমরা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ আত্মনিয়োগ করবো, বানিয়াল একতা ৯৯ কল্যাণ ট্রাস্ট যেন মানুষের জন্য কাজ করতে পারে এজন্য সবার সহযোগীতা ও দোয়া চাই।
Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •