শামসুল হুদা রুবেল।
মুন্সীগঞ্জ জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করছে ১লা ফেব্রুয়ারি কেন্দ্রের এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। জাতীয় সাংসদের ১৭১ সংসদীয় আসন মুন্সীগঞ্জ ১ ( শ্রীনগর – সিরাজদিখান) এ কে এম ফখরুদ্দীন রাজী , ১৭২ সংসদীয় আসন মুন্সীগঞ্জ ২ (লোহজং- টুংগীবাড়ী) এ বি এম ফজলুল করিম ,১৭৩ সংসদীয় আসন মুন্সীগঞ্জ ৩ (মুন্সীগঞ্জ -গজারিয়া) ডা: মুহাম্মদ সুজন শরিফ।
ছবির কেপশন
১ এ কে এম ফখরুদ্দিন রাজী
২ এ বি এম ফজলুল করিম
৩ ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ