Www.munshiganjcrime.com
আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“মাদককে না বলি,মাদক ছেড়ে খেলা ধরি” এই শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে আনন্দ উৎসব মুখর পরিবেশে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মোল্লাকান্দি বালুচর যুব সমাজের উদ্যোগে পাগল নাজিম উদ্দিন ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা অংশগ্রহণ করেন বায়ার্ন বনাম বার্সেলোনা।এতে বায়ার্ন ২-০ গোলে বার্সেলোনাকে হারিয়ে বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
শনিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দী বালুচর কালভার্ট সংলগ্ন মাঠে বিশিষ্ট সমাজসেবক শহিদ বাউল এর সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন নবধারা হাউজিং প্রকল্পের চেয়ারম্যান শাহজাহান মিয়া।
এসময় অতিথি হিসেবে উপস্থিত বালুচর বাজার বনিক সমিতির সভাপতি সৈয়দ আমির হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর বাউল,বিশিষ্ট সমাজসেবক বাদল বাউল,বিশিষ্ট ব্যবসায়ী জমির মুন্সী,জামাল বেপারী,সোহেল সরকার,আসাদ সরকার,মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রিড়াবিষয়ক সম্পাদক মিঠুন বাউল,বালুচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন বাউল,যুগ্ম সম্পাদক সাকিল আহম্মেদ সহ খেলা পরিচালনা কমিটির মোঃ রাজু বাউল মোঃ সোলায়মান, মোঃ জিহাদ বাউল, মোঃ পারভেজ আহমেদ, রবিন বাউল,ফরিদ বাউল,রায়হান বাউল,তামিম বাউল সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
Www.munshiganjcrime.com