মুন্সীগঞ্জ গজারিয়ার মেঘনা নদীতে আবারও একজনের লাশ উদ্ধার করে গজারিয়া ফায়ার সাভির্স ডুবুরি দল ।শনিবার ৪ঠা ফেব্রুয়ারী দুপুর ২টা ৩০মিঃ এই ঘটনা ঘটে । গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চর চাষী গ্রামের ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এর সিকিউরিটি ইয়াছিন আহম্মেদ আবির (২১)পিতা মোঃ মাজেদ সাং ১৯৯ নতুন পল্টনলেন আজমপুর নিউ মাকেট ঢাকা , বিশাল আহম্মেদ (২১)আসলাম উদ্দিন সাং ছোট বনগ্রাম থানা শাহ মুখদম জেলা রাজশাহী , রাফি আহম্দে(২০) পিতা কদম আলী সাং কুরিয়ান থানা স্বরুপকাঠি পিরোজপুর । মেঘনা নদীতে এক সাথে গোসলের কাজে মেঘনা নদীতে আসলে প্রথমে ইয়াছিন আহম্মেদ আবির পানিতে নামলে সে আর পানি থেকে না উঠলে এনডিই মাধ্যমে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর মাধ্যমে খোঁজা খুঁজির ৬ ঘন্টার পরে আবিরের লাশ উদ্ধার করে ডুবুরি দল । ঘটনার সার সংক্ষেপ জানা যায় নো্গংর করা বাল্বহেড এর উপরে উঠে গোসলের জন্যে আবির পানিতে নামলে তার সঙ্গীরা আবিরকে না দেখলে পানিতে খোঁজ না পেয়ে দ্রুত তাদের কতৃপক্ষের মাধ্যমে ফায়ার সার্ভিসকে অবহিত করলে ৬ঘন্টার মাথায় লাশ উদ্ধার করতে পারে ।
এ বিষয় গজারিয়া ফায়ার ষ্টেশন ফায়ার ফাইটার সাইম বলেন, আমরা ঘটনা স্থালে অনুসন্ধান করলে একজনের লাশ ( ইয়াছিন আহম্মেদ আবির ) এর উদ্ধার করতে সক্ষম হই ।