নবাবগঞ্জে নাজমুল হোসেন অন্তরের মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিকের সংবাদ সম্মেলন

Spread the love

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জের মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. শাহীনুজ্জামান শাহিন এক সাংবাদিক। মঙ্গলবার সকালে আগলা তার কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

শাহীনুজ্জামান শাহিন সংবাদ সম্মেলনে বলেন, নাজমুল হোসেন অন্তর নামে এক কথিত সাংবাদিক তার ফেসবুক আইডিতে, দৈনিক আমাদের সময় ও নববাংলা নামে একটি অনলাইন পত্রিকায় আমি সহ তিন সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছেন। আমাদের ভূয়া সাংবাদিক আক্ষায়িত করে আমাদের মানহানি করেছেন নাজমুল হোসেন অন্তর। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মিথ্যা সংবাদ প্রচার করে আমার মানহানি করায় আমি সাইবার ট্রাইব্যুনাল একটি এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (নবাবগঞ্জ আমলী) আদালতে (মামলা নং-২১০) সহ আরো দুইটি মোট তিনটি মামলা করেছি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, নাজমুল হোসেন অন্তর একটি সুবিধাবাদী। কখনো জাতীয় পার্টির নেতা, কখনো আওয়ামী লীগ নেতা আবার কখনো নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তিনি অপকর্ম করে বেড়ান। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় ও নবাবগঞ্জ প্রেসক্লাবে চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল ভুক্তাভোগীরা। এছাড়া এক ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি করায় তার বিরুদ্ধে মানববন্ধনও করেছিল ভুক্তাভোগীরা। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল। তিনি বলেন, নাজমুল হোসেন ছাত্র জীবনে দোহার নবাবগঞ্জ কলেজের ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক, নয়নশ্রী ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্ত সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জের এমপি নির্বাচিত হওয়ার পর নাজমুল নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিতে থাকেন।

তিনি আরও বলেন নাজমুল তার নিজস্ব ফেজবুক (Nazmul hossin antar) আইডি থেকে পেশাদার তিনজন সাংবাদিকদের ভূয়া সাংবাদিক বলে নিজের পেইজে পোস্ট করে যা পুরো সাংবাদিকদের সম্মানহানীকর।

সংবাদ সম্মেলনের শেষে শাহীনুজ্জামান শাহিন মিথ্যা সংবাদ প্রকাশ করায় নাজমুল হোসেন অন্তুরের শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *