নতুন ভাষানচর ফাইভ স্টারকে ১-০ গোলে হারিয়ে  নতুন ভাষানচর রাইজিং স্টার বিজয়ী পুরস্কার গ্রহণ করেন

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন আয়োজনে উৎসবমুখর পরিবেশে লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জসিমউদদীন এর  পৃষ্ঠপোষকতায় ৮ম আসর নতুন ভাষানচর প্রিমিয়ার লীগ-২০২৩ টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ জুলাই বিকাল ৫টায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ব্রিজ সংলগ্ন মাঠে We For Change ও জনতা সংঘের আয়োজনে লতব্দী ইউনিয়ন পরিষদ
৮নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন
 সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক।
এ খেলায় নতুন ভাষানচর রাইজিং স্টার- বনাম নতুন ভাষানচর ফাইভ স্টার অংশ গ্রহণ করেন।নতুন ভাষানচর ফাইভ স্টারকে ১-০ গোলে হারিয়ে  নতুন ভাষানচর রাইজিং স্টার বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
রেফারীর দ্বায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী হৃদয়।
নতুন ভাষানচর প্রিমিয়ার লীগ-২০২৩ টুর্নামেন্ট ৬ টি দল নিয়ে গঠিত। অংশগ্রহণকারী দলসমূহ নতুন ভাষানচর ওয়ারিয়র্স,নতুন ভাষানচর ফ্রেন্ডস ক্লাব,নতুন ভাষানচর রাইজিং স্টার-‘নতুন ভাষানচর সকার সোলজারস নতুন ভাষানচর ফাইভ স্টার নতুন ভাষানচর সিনিয়র কিংস।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহমিনা আক্তার তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।
আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হামিদ মীর,সোহরাব হোসেন বেপারী,লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •