নতুন ভাষানচর জামিয়া ইসলামিয়া হাফীজুল উলুম মাদরাসার ৫০ তম বার্ষিক ওয়াজ মাহফিল

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আরিফ হোসেন হারিছ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নতুন ভাষানচর জামিয়া ইসলামিয়া হাফীজুল উলুম মাদরাসায় হাফেজ ছাত্রদের দন্তরবন্দী উপলক্ষে ২ দিনব্যাপী ৫০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ-সময় অতিথি হিসেবে উপস্থিত লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন।
২৩,২৪ জানুয়ারী সোমবার ও মঙ্গলবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামে মাদরাসা মাঠে অত্র মাদরাসার মুহতামীম ও ঢাকা বংশাল রোকনউদ্দিন জামে মসজিদের খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন এর প্রথম দিন সভাপতিত্বে ও ২য় দিন আলহাজ্ব হাফেজ মাওলানা আবু তাহের এর সভাপতিত্ব এই ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
নসিহত পেশ করেন বরিশাল জাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আযাদী (দা: বা:),হযরত মাওলানা মুফতী সিরাজুল ইসলাম সিরাজী (দা: বা:) নারায়ণগঞ্জ পাগলা জামে মসজিদ খতীব।আলহাজ্ব হযরত মাওলানা আতাউল হক সরকার (দা: বা:) হযরত মাওলানা মুফতী দেলোয়ার হুসাইন মাইজী (দা: বা:) | হাফেজ মাওলানা আব্দুল মুত্তালিব (দা: বা:)।হযরত মাওলানা মুফতী জাফর আহমাদ (দাঃ বাঃ)আল্লামা মুফতী দিলাওয়ার হুসাইন (দাঃ বাঃ) হযরত মাওলানা মুফতী মাহমুদুল হাসান আশরাফী (দাঃ বাঃ) মিরপুর ঢাকা।
অন্যান্য ওলামায়ে কেরাম নসিহত পেশ করেন হযরত মাওঃ মুফতী আমিন,হাফেজ মাওঃ মুফতী শাহজালাল, মুফতী মাহমুদ জহীর কাসেমী।হযরত মাওঃ খলিলুর রহমান বিক্রমপুরী, হযরত মাওঃ মাসউদুর রহমান জামির,মাওলানা কারী রুহুল আমিন।
সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র মাদরাসার মুহিব্বিনগন ও মাহফিল পরিচালনা করেন অত্র মাদরাসার মুহতামীম হাফেজ মাওলানা মুফতী এহ্সানুল হক।
Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •