মমিন বিশ্বাস মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রথম আলিয়া মাদরাসা পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ কেরামত আলী আকন্দ।শুনলে হয়তো অনেকের কাছেই আশ্চার্য্য লাগবে শুধু মাত্র একটি পত্রিকা রাখার জন্য তাকে কত মানুষিক যন্ত্রনা সহয্য করতে হয়েছে। তিনি শুধু মাত্র দৈনিক সংগ্রাম নিয়মিত রাখার জন্য তাকে অনেক বার চাকুরী হারানোর প্রস্ততি হয়েছে কিন্তু তার এক কথা যে পরিস্থিতি হউক না কেন সংগ্রাম আমাকে রাখতে হবে। অনেকেই মনে করতো তার বিরোধীরা প্রচার করতো যে সে জামাতের বড় মাপের নেতা তা না হলে সংগ্রামের জন্য এত সংগ্রাম কেন।আসলে আমার জানামতে হুজুর কখনো জামাতের সহযোগী ও ছিলেন না। হুজুর মুখে শুনে ছিলাম পাকিস্তান আমলে যখন জানতে পারলেন সংগ্রাম নামে একটি পত্রিকা বের হচ্ছে সেই দিন থেকেই প্রথম সংখ্যার জন্য অপেক্ষায় ছিলেন এবং প্রথম সংখ্যা থেকে যত দিন হুজুর সুস্থ ছিলেন সংগ্রামের ১টি সংখ্যা ও ইচ্ছাকৃত ভাবে মিছ করেন নাই ২০০৮ সালে হুজুর মাদরাসার চাকুরীতে অবসর গ্রহণ করে তার গ্রামের বাড়ী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চরকয়া গ্রামে চলে যান।গ্রামে সেখানে নিয়মিত পত্রিকা পেতেন না। কেউ যখন শহর থেকে তার জন্য দৈনিক সংগ্রাম নিয়ে যেতেন অনেক খুশি হতেন। মনে পরে মাদরাসায় একবার শিক্ষকদের মাঝে জানতে চাওয়া হলো মাদরাসায় কোন পত্রিকা রাখা যায়। হুজুর সাথে সাথে এও বললেন। আমি যতদিন আছি তত দিন সংগ্রাম থাকবে আপনারা আর একটি পত্রিকার নাম বলুন।মনে আছে তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন প্রায় ৩৬ বছর। তিনি প্রায় প্রতি জুমার খুতবায় সংগ্রামের রেফারেন্স দিতেন। মুরহুম মাওলানা কেরামত আলী আকন্দ ঝলকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে চরকয়া গ্রামে ১লা মার্চ ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১০ এপ্রিল ২০২১ সালে ররিশালে এক বাসায় ইন্তেকাল করেন। তিনি ১৯৭৮ সালে পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা প্রতিষ্ঠা করেন এবং ৩০ জুন ২০০৯ সাল পর্যন্ত তিনি অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। হুজুরের ইন্তেকালের কিছু দিন আগেও তার মেয়ের বাসায় মুন্সীগঞ্জ টুংগীবাড়ী তে দেখা হয়েছিল। সাথে করে তার প্রিয় পত্রিকা দৈনিক সংগ্রামের ১টি কপি নিয়ে গিয়েছিলাম পত্রিকা দেখে অনেক খুশি হয়েছিলেন এবং পত্রিকার অবস্থা জানতে চেয়েছিল। বলছি দোয়া করবেন হুজুর সংগ্রাম আপনাদের দোয়ায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে।হুজুর পত্রিকাটির জন্য দোয়া করেছেন মনখুলে।আজ হুজুর আমাদের মাঝে নেই দৈনিক সংগ্রাম হাতে পেলে প্রতিদিন তার সংগ্রামের জন্য ভালবাসার কথা মনে পরে।
দোয়া করিআল্লাহ হুজুর কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
মোঃ মমিন বিশ্বাস মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক সংগ্রাম
সাবেক ছাত্র পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা
মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।