আব্দুস সালাম, মুন্সীগঞ্জ
সৎ ব্যবসায়ী হতে হবে। কিভাবে একজন ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করে লাভবান হবে সে বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেন এ সম্মেলনের প্রধান অতিথি আই বি ডাব্লিউ এফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, দান ও সাদাকার মাধ্যমেই ব্যবসার উন্নতি সাধন করা সম্ভব। ব্যবসা করে লাভ হলেও দান সাদাকা করবেন এবং লোকসান হলেও দান সাদাকা করবেন। দান সাদাকা করলেই দ্রুত ব্যবসার উন্নতি হবে। সুরা জুম’আর ৯ ও ১০ নং আয়াতের অর্থ উল্লেখ করে বলেন, সালাত আদায় করেই দ্রুত দৌড়াতে হবে। সৎভাবে রোজগার করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, অসৎভাবে ব্যবসা করে যেভাবে সমাজটা কুলিষিত করে দিয়েছে সেটা আমদের কাম্য না। মানুষের কল্যাণে যারা সৎ ব্যবসা করবে তাদের পাশে থাকবেন রাসুল।
তিনি বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আইবিডাব্লিউ এফ সব সময় কাজ করে যাবে। সমাজ উন্নয়নে, রাষ্ট্র উন্নয়নে দেশ উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি। রাসুলের যুগেও ব্যবসায়ীরাই সবচেয়ে বেশী ইসলামের জন্য সেকরিফাইস করেছেন। প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
“টাকা হলো ১০হাজার খুলবে ব্যবসার দ্বার” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে শুক্রবার (১০ই জানুয়ারি) দুপুর ২টায় শুরু হয়ে ৪টায় শেষ হয়।
আই বি ডাব্লিউ এফ এর মুন্সীগজ জেলা সভাপতি মোহা: মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচক হিসাবে বক্তব্য রাখেন মো: গোলাম সরোয়ার (সাঈদ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই বি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জের প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা প্রফেসর ডা: মোহা: মোজাহেরুল হক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মুহাম্মদ জিয়াউর রহমান।
আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী বিশিষ্ট চিকিৎসক ডা: সুজন শরিফ সম্মনিত অতিথি হিসেবে ছিলেন ভাই ভাই ঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপাইটা আলহাজ্ব মোহা: মহিউদ্দিন মোল্লা,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো; আবুল কালাম,মোহা: আক্তার হোসেন মেম্বার, আলহাজ্ব হারুন অর রশিদ প্রমুখ। প্রধান অতিথি মোহাম্মদ শহিদুল ইসলাম তার বক্তব্য বলেন। ব্যবসার প্রধান শর্ত হলো সৎ ব্যবসা তিনি হাদিসের কথা উল্লেখ করে বলেন ব্যবসায়ী দের বেশি বেশি দান খয়রাত করতে হবে বেশি বেশি দানের জন্য আল্লাহ ব্যবসায় উন্নতি দান করবেন। এ সময় আইবি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জ জেলার ভিবিন্ন পর্যায়ের উপদেষ্টারা অংশ গ্রহন করেন অনুষ্ঠানে সঞ্চলনায় ছিলেন আইবি ডাব্লিউ এফ এর মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মো: শাহজাহান সরকার প্রমুখ।