দরিদ্র বাবার হাত ধরে হানিফ চক্কর দিয়েছেন নৃত্যমঞ্চে, আজ তাঁর কত্থকসন্ধ্যা ছায়ানটে

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিউজ ডেস্ক

হানিফ হচ্ছে সেই ছেলে, কৈশোর থেকে যাঁর কাঁধে ভর করে ছিল একটা আস্ত সংসার। শ্রমজীবী দরিদ্র বাবার হাত শক্ত করে ধরে হানিফ চক্কর দিয়েছে নৃত্যমঞ্চে। ঢাকা, কলকাতার পাশাপাশি ইউরোপ আর আমেরিকার বেশ কয়েকটি মঞ্চে হানিফকে চক্কর দিতে দেখেছেন বহু নৃত্যপ্রেমী। আর নৃত্যপ্রেমীমাত্রই জানেন, কত্থক মানেই চক্কর। তবলার বোলের সঙ্গে পাল্লা দিয়ে চক্কর।

মোহাম্মদ হানিফ একজন তরুণ নৃত্যশিল্পী। মেধাবী বলেই তাঁকে জায়গা ছেড়ে দিতে হয়েছে নৃত্যমঞ্চে। সেখান থেকেই সবাই জেনেছেন তাঁর অমিত সম্ভাবনার কথা। ঢাকার ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্র তাঁকে বৃত্তি দিয়ে পড়তে পাঠিয়েছে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে কত্থকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন হানিফ। এরই মধ্যে নিবিড় প্রশিক্ষণ নিয়েছেন কলকাতার স্বনামধন্য নৃত্যগুরু রাজিব ঘোষের কাছে। অসীমবন্ধু ভট্টাচার্য ও মিতুল সেনগুপ্তর প্রশিক্ষণ তাঁকে করেছে আরও চৌকস।

জার্মান কোরিওগ্রাফার হেলেনা ওয়ার্ল্ডম্যানের নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’, মার্কিন কোরিওগ্রাফার ডোনাল্ড বার্ডসের নির্দেশনায় ‘লুকিং ফরোয়ার্ড টু দ্য পাস্ট’, আকরাম খান ড্যান্স কোম্পানির ‘ফাদার: ভিশন অব দ্য ফ্লোটিং ওয়ার্ল্ড’, বাংলাদেশের কোরিওগ্রাফার লুবনা মারিয়ামের নির্দেশনায় বেশ কিছু নৃত্য প্রযোজনায় কাজ করেছেন হানিফ।

সেসব অভিজ্ঞতার গল্প বলতে গিয়ে হানিফ জানান, জীবনের এতটা পথ এত আনন্দ নিয়ে পাড়ি দেবেন, এ তিনি কল্পনাও করেননি কখনো। এখন কঠিন পথকে তাঁর আর কঠিন মনে হয় না। মনে হয়, জীবন নাচের মতোই আনন্দময়।

গত এক যুগে হানিফ নাচ করেছেন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, সুইডেন, নেদারল্যান্ড, ইতালি ও ভারতে। সম্প্রতি তিনি প্রশিক্ষণ পরিচালনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির জন্য। কত্থক ছাড়া সমসাময়িক, জ্যাজ, ময়ূরভঞ্জ ছৌ নৃত্যেও প্রশিক্ষিত এই শিল্পী।

তথ্য সূত্রে: প্রথম আলো

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •