টিক টকার মোতালেব (১৮) কে খুঁজছেন তার বাবা আবুল হোসেন

Spread the love

মুন্সীগঞ্জ প্রতিনিধি
টিকটকার মোতালেব (১৮) কে খুঁজছেন তার পিতা আবুল হোসেন (৬২)। শুক্রবার (৫জুলাই) বিকাল ৩.৩০ ঘটিকার সময় মোতালেব নিখোঁজ হয়। এই মর্মে শনিবার বিকাল সাড়ে ৩টার সময় আরাফাতকে অভিযুক্ত করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী আবুল হোসেন (৬২), পিতা- মৃত ভাসানী শেখ, সাং- উত্তর পাইকপাড়া, আব্দুল্লাহপুর ইউনিয়ন, থানা ও জেলা- মুন্সীগঞ্জ, এ/পি সাং- পঞ্চসার সরকারপাড়া, দয়াল বাজার ঈদগাহ মাঠ, (রশিদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া)। মোতালেব (১৮) টিকটক করতো। তার কয়েকটি ইউটিউব ও ফেসবুকে চলমান রয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, বিবাদী আরাফাত (২০), পিতা- জালাল হাওলাদার, মাতা- পড়িবানু বেগম, সাং বআওরা বুনিয়া, থানা- কাঠাদিয়া, জেলা- ঝালকাঠি, এল সাং- তেলের পাম্প (নাসিরের বাড়ীর ভাড়াটিয়া), থানা ও জেলা- মুন্সীগঞ্জ। আরাফাত ও তার পরিবার পূর্বে অভিযোগকারীর বর্তমান ভাড়াটিয়ার বাড়ীতে বাসা ভাড়া থাকত।

মোতালেব (১৮) এর সাথে আরাফাতের স্ত্রী’র সাথে কথা বলা নিয়া পূর্ব বিরোধ ছিল। বাদীর অভিযোগ বিবাদী সময় সুযোগ মত পাইলে আমার ছেলেকে গুম করিয়া ফেলিবে বলিয়া ভয়ভীতি ও প্রাননাশের হুমকী ধামকী দিতো। গত ০৫/০৭/২০২৪ তারিখ বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় আমার ছেলে মোতালেব (১৮) কে মুন্সীগঞ্জ থানাধীন মুক্তারপুর তেলের পাম্প এলাকা হইতে অজ্ঞাতনামা ৪/৫ জন লোকজন নিয়া আমার ছেলেকে উঠাইয়া নিয়া গুম করিয়া আত্মগোপনে রহিয়াছে। সকল অভিযোগ অসত্য প্রমাণ করে শনিবার বিকাল ৫ঘটিকার সময় তেলের পাম্পের পাশ্ববর্তী নাসিরের বাড়ীর ভাড়াটিয়ার বাসায় আরাফাত (২০) আত্মহত্যা করেছে।

অভিযোগের সময় আরাফাত আত্মগোপনে ছিল। আমার ছেলে মোতালেবকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করিয়াও তার কোন সন্ধান পাইতেছি না। আমার ছেলের ব্যবহৃত ০১৯৫৩৬৫৭৩৮১ মোবাইল নম্বরটিতে বার বার ফোন দেওয়ার পরও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাইতেছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বিষয়টি পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *