টঙ্গীবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে প্রকাশ্য গুলি করে হত্যা, গ্রেফতার-০৩

Spread the love
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন কেন্দ্রিক দ্বন্দের জের ধরে উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম সুমন হালাদারকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার দুপুরে উপজেলার পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ কাউসার হালদার (৪৫), শেখ নুর হালদার (৪৮) ও নুর হোসেন হালদার (৪০) নামে ৩ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টা থেকে পাঁচগাও ওয়াহেদ আলী  উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিলো। এতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন ৯ ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানেরব পক্ষে অবস্থান নেয়। এতে পরাজিত সভাপতি প্রার্থী মিলেনুর রহমান মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ের মাঠে নিহত ইউপি চেয়ারম্যান সুমনের সাথে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্য বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে চলে যায়।
পরে সুমন হালদারকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কানিজ ফাতেমা তাকে মৃত ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *