টঙ্গীবাড়িতে ৩ ফসলি জমির মাটি লুট

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সরকারী স্বার্থ জড়িত ১৮০ শতাংশ ভিটি ও নাল জমির মাটি বেকু দিয়ে কেটে ড্রেজারের মাধ্যমে স্থানান্তরিত করে বিক্রি করছে একটি সংঘবদ্ধ ভূমি দস্যু গ্রুপ। টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ১ নং ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়ির দক্ষিণ পাশে অর্পিত ‘ক’ তফসিলের ৩ ফসলি জমি মাটি প্রকাশ্য বিক্রি করছে স্থানীয় মৃত আৰু সিদ্দিক হাওলাদারের পুত্র সুমন হাওলাদার। আর ১৮০ শতাংশ জমির মাটি দিয়ে ধীপুর মোড় সংলগ্ন পশ্চিম পাশে জেলা পরিষদের ৬০ শতাংশ জমি সহ আশপাশে ২শ শতাংশ ফসলি জমি ভরাট হচ্ছে।

ভুক্তভোগী গ্রুপিটির বিরুদ্ধে থানায় অভিযোগ করলে তা উপজেলা পর্যায়ের নেতারা ভয়ভীতি দেখাইয়া তা অভিযোগ উত্তোলন করান। এই গ্রুপটি ইতিমধ্যে নিরিহ ব্যাক্তিদের সম্পত্তি জোর পূর্বক দখলে নিয়েছে উপজেলার ধীপুর, রাউৎভোগ, নগরকান্দি ও নয়ানন্দ গ্রামে। ১৩ মে ভূমি অফিস থেকে কাজ বন্ধের নিষেধাজ্ঞা দিয়ে গেলেও জোর তদবির চালিয়ে যাচ্ছে গ্রুপটি। তারা স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নিকট তদবির চালিয়ে যাচ্ছে মাটি কাটার জন্য।

ধীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা সরকারী স্বার্থ জড়িত জমির মাটি বিক্রি সংক্রান্তে কোন ব্যবস্থা নেননি বলে স্থানীয়রা জানান। বিএনপি সমর্থিত এ চেয়ারম্যানের সমন্ধি হন সুমন হাওলাদার। তিনি বিরোধী দলীয় নেতা হওয়ায় কোন বিরোধে জড়াতে আগ্রহী । তিনি জানান, সুমন হাওলাদারের বিষয়ে আমাকে কিছু না বলাই ভাল।

ধীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মামুন বেপারী জানান, সরকারী স্বার্থ জড়িত ৩ ফসলি জমির মাটি বিক্রি বন্ধের নির্দেশ দিলেও তারা তা চালিয়ে যাচ্ছেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা আফরিন জানান, ধীপুরে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

Share

Www.munshiganjcrime.com
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •